নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত অনুষ্টিত

নুর উদ্দিন কমান্ডার মৌলদ হোসেন ডেপুটি কমান্ডার নির্বাচিত

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদেন নির্বাচন গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলানায়তনে অনুষ্টিত হয়েছে। নবীগঞ্জ উপজেলার মোট ২শত মুক্তিযোদ্ধার মধ্যে ১শত ৮২ জন ভোটার তাদেও ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করেন। ১১টি পদে ২টি প্যানেলে মোট ২২ জন প্রার্থী প্রতিযোগীতা করেন। উপজেলা কমান্ডার পদে ৯২ ভোটে পেয়ে নির্বাচিত হন সাবেক কমান্ডার নুর উদ্দিন আহমদ(কলস)। তার প্রতিদ্বন্ধী প্রার্থী বর্তমান কমান্ডর রবীন্দ্র নাথ দাশ(হাতি) পেয়েছেন ৮৬ ভোট। ডেপুটি কমান্ডর পদে মৌলদ হোসেন(কলস) ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রার্থী নোয়া মিয়া চৌধুরী(হাতী) পেয়েছেন ৮০ ভোট । সহ ইউ কমান্ডা সাংগঠনিক পদে খুর্শেদুজ্জামান রশিদ(কলস) ৮৫ ভোটে এবং শাহ আনিস আলী হাতি ৮৫ ভোট পেয়ে লটারীতে আনিস আলী নির্বাচিত হন।সহ কমান্ডা পুর্নবাসন মোঃ আব্দুর রশিদ(কলস)৮৫ ভোট পেয়েছেন এবং নিবারন দাশ(হাতি) ৮৫ ভোট পেয়ে লটারীতে নিবারন দাশ নির্বাচিত হন।সহ কমান্ডার তথ্য ও প্রচার অজিত কুমার দাশ(কলস)৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী নিবারন চন্দ্র দাশ রায়(হাতি) পেয়েছেন৮২ ভোট। সহকারী কমান্ডার অর্থ পদে মোঃ লাল মিয়া(কলস) ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেণ। অপর প্রার্থী হাজী আব্দুল মতলিব(হাতি)পেয়েছেন ৮০ ভোট। সহকারী কমান্ডার ক্রীড়া ও সাংস্কৃতিক পদেসমরেন্দু কুমার দাশ(কলস)৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী ক্ষিরোদ লাল দাস(হাতি) ৮১ ভোট। সহকারী কমান্ডার দপ্তর ও পাঠাগার পদে মানিক লাল দাশ(হাতি) ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী রুক্ষীনি মোহন দাশ(কলস) পেয়েছেন ৮২ ভোট। সহকারী কমান্ডার ত্রান ও সমাজকল্যান পদে যতিন্দ্র চন্দ্র(কলস) ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী অবনী কান্ত দাশ(হাতি) পেয়েছেন ৮৩ ভোট। কার্যকরী সদস্য ২টি পদে নির্বাচিত হয়েছেন কাজল আহমদ(কলস) ৮৪ ভোট এবং সুশীল চন্দ্র দাশ(কলস) ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী কমরু মিয়া(হাতি) ৮৩ ভোট এবং ননী বৈষ্ণব ৮৩ ভোট পান। এদিকে নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নির্বাচনে কমান্ডা পদে বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর উদ্দির বীর প্রতিক কমান্ডার এবং আলহাজ্ব মৌলাদ হোসেন কাজল ডেপুটি কমান্ডারসহ নির্বাচিত সকল সদস্য ও সম্পাদকীয় পরিষদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা সন্তান কাজী ওবায়দুল কাদের হেলাল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক ডাঃ নিয়াজুল ইসলাশ চৌধুরী,মুক্তিযোদ্ধা সন্তান কারী জাহাঙ্গীর আলী,মুক্তিযোদ্ধা সন্তান মুর্শেদ আলী সবুজ,ইমামুর ইসলাম চৌধুরী,মোঃ কমল মিয়া,আওয়ামীলীগ নেতা আজম খাঁন প্রমূক।