নবীগঞ্জে পানি সেচকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ৫
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জের পল্লীতে বাড়ীর উঠান দিয়ে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। জানা যায়, নবীগঞ্জ উপজেলা কুর্শি ইউুিনয়নের এনাতাবাদ গ্রামের আব্দুল কাদির মিয়ার বাড়ীর নতুন ভরাট করা মাটির উপর দিয়া গতকাল বুধবার সকালে সেচ করে তাদের জায়গায় পানি নিতে চায় পাশের বাড়ীর হাসন মিয়ার লোকজন । এতে আব্দুল কাদির বাধা দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আহত মৃত আরজত উল¬ার ছেলে আব্দুল কাদির মিয়া (৫০), হাছন মিয়ার ছেলে দিলকাছ মিয়া (১৮), আজাদ মিয়া (৩২), নুনু মিয়া (৩০) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়।