জৈন্তাপুরে বিজিবি-চোরাকারবারি ধাওয়া-পাল্টা ধাওয়া
সুরমা টাইমস ডেস্কঃ সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুরে ভারতীয় সুপারি উদ্ধার অভিযান নিয়ে তুলকালাম ঘটনা ঘটেছে। এসময় বিজিবি ও চোরাকারবারিসহ স্থানীয় লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে অবশ্য পুলিশি সহযোগিতায় দুই বস্তা ভারতীয় সুপারি উদ্ধার করে বিজিবি।
রোববার দুপুর সাড়ে ১২টায় জৈন্তাপুর উপজেলা সদরে এ ঘটনা ঘটে। ঘটনার পর উপজেলা সদরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবি সদস্যরা দুপুর ১২টায় জৈন্তাপুর উপজেলা সদরে ভারত থেকে চোরাইপথে আসা সুপারি ও কাঁঠাল উদ্ধারে অভিযান চালায়। এতে বাঁধা দেয় চোরাকারবারিসহ স্থানীয় লোকজন। এ নিয়ে বিজিবি সদস্যদের সঙ্গে তাদের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে বিজিবি সদস্যদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ ঘটনার পর বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান ওসি।