চুনারুঘাটের ঐতিহ্যকে ধরে রাখতে হবে
চুনারুঘাট ফুটবল লীগের উদ্বোধনী ব্যারিষ্টার সৈয়দ সাইদুল হক সুমন
ঐতিহ্যবাহী চুনারুঘাটের ঐতিহ্য ধরে রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। একজন ভাল খেলোয়ার হতে হলে চেষ্ঠা শ্রম ও মেধার প্রয়োজন। কঠিন পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে ভাল খেলোয়ার হওয়ার পাশাপাশি দেশ বিদেশে সুনাম অর্জন করা সম্ভব। আর এ জন্য সকলের ঐকান্তিক সহযোগিতা ও সহমর্মিতার প্রয়োজন। গত শনিবার বিকালে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ডিসিপি উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি আন্তর্জাতিক অপরাদ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিষ্টার সৈয়দ সাইদুল হক সুমন উপরোক্ত কথাগুলো বলেন। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক বলেন, এখন আমাদের অজর্নের সময়, অর্জন করতে হলে প্রয়োজন ঐক্যর সমন্নয় আর সাহায্য সহযোগিতা, বর্তমান সরকার খেলাধুলার বিষয়ে বরাবরই আগ্রহ দেখিয়ে আসছে, সরকার খেলাধুলার জন্য প্রতিটি বিভাগীয় শহরের পাশাপাশি উপজেলা গুলোতে খেলার মাট নির্মানে কাজ করে আসছে। এ ছাড়া খেলার আয়োজন ও অনুদান প্রদানে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আন্তরিক। বিশ্বকাপ খেলার পরবর্তী সময়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে চুনারুঘাটে টুনামেন্ট দিয়ে ফুটবল খেলোয়ারদের আরও উৎসাহিত করার আশ্বাস
প্রদান করেন তিনি। অনুষ্টানের প্রধান অতিথি ব্যারিষ্টার সাইদুল হক সুমনের পৃষ্ঠপোষকতায় চুনারুঘাট খোলোয়ার কল্যান সমিতি খেলাধুলার আয়োজন করায় সর্ব মহলে প্রশংসা পেয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার আতিকুর রহমান ও শিহাব হোসেন, জাতীয় সাংবাদিক সস্থার কেদ্রীয় ভাইস চেয়াম্যান ও অনলাইন দৈনিক সিলেটের খবর পত্রিকার সম্পাদক মো.আহসান হাবীব, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সেকশন অফিসার আরাফাতুর রহমান, চুরারুঘাট থানার সাব ইন্সপেক্টর হারুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান জিতু, চুনারুঘাট খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ আলী মেম্বার, অগ্রনী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ।