এ.এম.এ.মুহিত আন্তঃউপজেলা ফুটবল টুর্ণামেন্ট এর ১ম রাউন্ডের অষ্টম দিনের খেলা সম্পন্ন
সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও ১২টি উপজেলা ক্রীড়া সংস্থার অংশগ্রহণে মাননীয় অর্থমন্ত্রী এ.এম.এ.মুহিত আন্তঃউপজেলা ফুটবল টুর্ণামেন্ট ২০১৩-২০১৪ এর ১ম রাউন্ডের অষ্টম দিনের বিয়ানীবাজার বনাম জকিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার মধ্যকার ১ম খেলায় ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। মাননীয় অর্থমন্ত্রী এ.এম.এ.মুহিত আন্তঃউপজেলা ফুটবল টুর্ণামেন্ট ২০১৩-২০১৪ এর ১ম রাউন্ডের অষ্টম দিনের দ্বিতীয় খেলায় জৈন্তাপুর বনাম কোম্পানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা দলের মধ্যকার খেলায় ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মুফতি আব্দুল খাবির ও কোষাধ্যক্ষ এ.এ.এম.মিরাজ (জাকির)। এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হালিম (সুনু মিয়া), সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল, যুগ্ম সম্পাদক সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য এডভোকেট নাসির উদ্দিন খান, হাজী ছিদ্দিকুর রহমান , মহসিন আহমদ চৌধুরী, হানিফ আলম চৌধুরী, মঞ্জুর আহমদ চৌধুরী, আজাদুর রহমান আজাদ, গোলাম হাদী ছয়ফুল, সিলেট জেলা ক্রিকেট কমিটির সম্পাদক ও সিলেট ডি.এফ.এ. এর কার্যনির্বাহী পরিষদের সদস্য মোঃ আক্তারুজ্জামান মান্না, সিলেট জেলা ক্রীড়া লেখক সমিতির সাধারণ সম্পাদক মান্না চৌধুরী, টুর্ণামেন্ট কমিটির সম্পাদক মাসুক আহমদ ও সদস্য শমসের জামাল, আক্কাছ উদ্দিন আক্কাই,হাজী মিলাদ আহমদ, বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন , জকিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, জৈন্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত দে, ডিসিপ্লিনারী কমিটির আহবায়ক হাজী এম এ সাত্তার, মুহিব আলী, হাজী আব্দুর ছাত্তার, তাহের আহমদ, সিলেট ডি.এফ.এ. এর কার্যনির্বাহী পরিষদের সদস্য মাহমুদ হোসেন শাহীন প্রমুখ। ১ম খেলায় বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থা ২-১ গোলে জকিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে বিজয়ী হয়। ১ম খেলায় ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন বিয়ানীবাজার উপজেলা ফুটবল দলের খেলোয়াড় খালেদ। ২য় খেলায় জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার মধ্যকার খেলা ১-১ গোলে ড্র হয়। ২য় খেলায় ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন জৈন্তাপুর উপজেলা ফুটবল দলের খেলোয়াড় শরীফ । আজ বিকাল ০২.৩০ ঘটিকায় সিলেট সদর বনাম বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থা এবং বিকাল ০৫.০০ টায় গোলাপগঞ্জ বনাম কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার মধ্যকার খেলাসমূহ সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি