সর্বদলীয় হকার্স ঐক্য পরিষদের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান

FILE218 copyসিলেট মহানগর সর্ব দলীয় হকার্স ঐক্য পরিষদের পক্ষ থেকে উচ্ছেদকৃত হকার্সদের বসার বিকল্প স্থান নির্ধারন ও পূর্নবাসনের জন্য গতকাল দুপুর ১২টায় সিলেট জেলা প্রসাশক কার্যালয়ে জেলা প্রসাশক এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। দীর্ঘদিন থেকে সিলেট নগরীর বিভিন্ন ফুটপাতে ব্যবসা করে আসছে হর্কাসরা। কিন্তু বর্তমান মেয়র দায়িত্ব গ্রহন করার পর ফুটপাতের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে উচ্ছেদ অভিযান শুরু করায় হকার্সগণ বেকারত্ব বরণ করায় পরিবার-পরিজন নিয়ে অনাহারে-আর্ধাহারে দিনাতিপাত করছে। বাঁচার তাগিদে হকার্সগণ সিলেট জেলা প্রসাশক ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র এর কাছে স্মারক লিপি প্রদান করে। ইতিমধ্যে অনেক হকার্সগণের ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ, সুচিকিৎসা অভাবে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হচ্ছে। বাসা-বাড়ির মালিকগণ হকার্সগণ এর ব্যবসা বানিজ্য না থাকায় সময়মত বাসা ভাড়া পরিশোধ করতে না পারায় বাসা থেকে তাড়িয়ে দেওয়া শুরু করছে। মানবিক কারনে বাঁচা-মরার তাগিদে হকার্সগণ বিকল্প পূর্ণবাসনের ব্যবস্থা প্রদানের জন্য জরুরী ভিত্তিতে জেলা প্রশাসকের কাছে হস্তক্ষেপ কামনা করেন। স্মারকলিপি প্রদানকালে সর্বদলীয় হকার্স ঐক্য পরিষদের আহবায়ক এম.এ হান্নান, যুগ্ম আহবায়ক মোঃ রকিব আলী, মোঃ শফিক আহমদ, আব্দুল রহিম, আব্দুল আহাত, মোঃ ইয়াসিন. মোঃ হেলাল আহমদ, মোঃ চান মিয়া, মোঃ হাসিম, আবুল কাশেম, রুহুল আমিন রুবেল, মোঃ রফিক মিয়া, মোঃ বাশার মিয়া, আতিয়ার আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি