দিরাইয়ে উপজেলা পরিষদের দেড় কোটি টাকার উন্মুক্ত বাজেট পেশ
স্থানীয় সরকার শক্তিশালী করণের মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব
জুবের সরদার দিগন্ত, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ
‘স্থানীয় সরকার শক্তিশালী করণের জন্য জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি টেকসই ও কাঙ্খিত মানের প্রকৃত উন্নয়ন সম্ভব, জনগণের দৌড়গোড়ায় সেবা প্রদান করাই জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব। সেই আদর্শকে বাস্তবায়ন করতে সকলকে এক যোগে কাজ করতে হবে।’ গতকাল ২৯ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলা গণমিলনায়তন হলে উপজেলা পরিষদ আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে অভিমত ব্যক্ত করেন বক্তারা। দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘উপজেলা পরিষদের উন্নয়ন পরিকল্পনা ও উন্মুক্ত বাজেট ২০১৪-২০১৫’ ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক দেবজিৎ সিং। দিরাই উপজেলা পরিষদের ২০১৪-২০১৫ সালের ১ কোটি ৫০ লাখ টাকার বাজেট উপস্থাপন করেন দিরাই উপজেলা নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা মোঃ ইফতেখার হোসেন। উপজেলার সমাজসেবা কর্মকর্তা অসীম সরকারের সার্বিক পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক তালুকদার, জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতিকান্ত দাস, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুক আহমদ, দিরাই ডিগ্রি কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, মানিক মিয়া, সাংবাদিক মোঃ শামসুল আলম, রেখারাণী দাস, শাহার বানু, সরলা বেগম, নিশিকান্ত দাস, অর্পণা সূত্রধর, গীতারাণী বর্মণ ও খাতুন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশুতোষ দাস, করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার, কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আহাদ, ব্র্যাকের দিরাই উপজেলা সমন্বয়কারী মোঃ আব্দুর রাজ্জাক, জসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশরাফুল আলম, দি হাঙ্গার প্রজেক্ট করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী সাংবাদিক মুহাম্মদ আব্দুল বাছির সরদার, সাংবাদিক সৈদুর রহমান তালুকদার প্রমুখ। বাজেট প্রণয়নে স্থানীয় সরকার বিভাগের উপজেলা গর্ভন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) সার্বিক সহযোগিতা প্রদান করে।