দিরাইয়ে ভাইয়ের হাতে বোন খুন, চার মাস পর কবর থেকে লাশ উত্তোলন

জুবের সরদার দিগন্ত, দিরাই প্রতিনিধিঃ দিরাইয়ে পাষন্ড ভাইয়ের হাতে আপন ছোট বোন খুন হওয়ার চার মাস পর লাশের সন্ধান পেয়েছে থানা পুলিশ। চাঞ্চল্যকর এ খুনের ঘটনাটি ঘটেছে দিরাই পৌরশহরের ৯ নং ওয়ার্ডের ভরার গাঁও গ্রামে। গতকাল মঙ্গলবার বেলা ২ টায় ঘাতক ভাই মোশাহিদ (২৮) এর বাড়ীর পাশে মাটিতে পুতে রাখা ছোট বোন সালমা বেগমের (২৫) লাশ উত্তোলন করে থানা পুলিশ। ওই গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ করলে তারা জানান সালমা কে বিয়ে দেন একই গ্রামের সুমন মিয়ার কাছে, বিয়ের তিন চার বছরের মধ্যেই তালাকপ্রাপ্ত হয়ে মিম নামের এক ছোট শিশুকে কুলে নিয়ে চলে আসেন বাবার বাড়ীতে, ভাই ও ভাবীর সাথে বিভিন্ন বিষয়ে বনাবনী না হওয়ায় পরিবারে সব সময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো এর জের ধরেই এ খুনের ঘটনা ঘটেছে। সালমা বেগমের বাবা আজিজুর রহমান কান্নাজড়িত কন্ঠে বলেন সালমা স্বামীর বাড়ি থেকে আমার বাড়িতে আসার পর থেকেই মোশাহিদ ও তার স্ত্রী আমার মেয়েকে দেখতে পারতো না, মোশাহিদ আমার একমাত্র ছেলে হওয়ায় আমি সব নিরবে সহ্য করেছি, চার মাস আগে বাড়িতে গিয়ে সালমা কে না পেয়ে (২৪/৮/১৫ইং) তারিখে দিরাই থানায় জিডি করি, এরপর থেকে মোশাহিদ পলাতক তাকে, গত রোববার গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানা পুলিশ গাজী পুর জেলার কালিয়াকৈর উপজেলা থেকে তাকে গ্রেফতার করে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান গাজী পুর থেকে মোশাহিদ কে গ্রেফতার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন তার জবানবন্দী অনুযায়ী নিজ বাড়ির পাশে পুতে রাখা বোনের লাশ উত্তোলন করে লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। থানায় হত্যা দায়ের করা হয়েছে মামলা নং ৩। মোশাহিদ কে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।