নবীগঞ্জে কলেজ ছাত্র অপহরন : ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী
২দিন অতিবাহিত হলেও সঠিক সন্ধান পাওয়া যায়নি
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ ঢাকা-সিলেট মহাসড়কের ব্যস্ততম এলাকা নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজার থেকে গত মঙ্গলবার রাতে হুসাইন বখত নামে এক কলেজ ছাত্রকে অপহরন করা হয়েছে এবং তার পরিবারকে মোবাইল ফোন করে ৫০ হাজার টাকা দাবী করেছে অপহরনকারীরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপহরনের ২ দিন অতিকাহিত হলেও তার কোন সঠিক সন্ধান পাওয়া যায়নি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামের কৌছর বখতের ছেলে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র হুসাইন বখত গত মঙ্গলবার রাত ৮টার দিকে আউশকান্দি বাজারে আসে। এরপর রাত ১২টা পর্যন্ত আর বাড়ি ফিরে যায়নি। বাড়ির লোকজন ও তার আত্মীয়-স্বজন বিভিন্ন স্থানে তাকে খোজাখুজি করে কোন সন্ধান পাননি। তার মোবাইলে অসংখ্যবার ফোন করা হলে তার ফোন রিসিভ করেনি। রাত সাড়ে ১২টার দিকে তার মোবাইল থেকে অজ্ঞাত পরিচয়ধারী লোক তার মায়ের মোবাইল নাম্বারে ফোন দিয়ে হুসাইনকে অপহরন করা হয়েছে বলে জানায়। তাকে পেতে হলে ৫০ হাজার টাকা (০১৭৩৫-৮৯০৭৭১) এই নাম্বারে বিকাশ করতে হবে বলে জানায়। অন্যথায় তাকে ফিরিয়ে দেয়া হবে না। তখন সময় মোবাইলে দুর্বৃত্তরা তার কান্না শোনায়। এর কিছুক্ষণ পর হোসাইনের মোবাইল থেকে দুর্বৃত্তরা তার ইংল্যান্ড প্রবাসী বোন জামাই সবুজের নিকট ও ফোন করে দুর্বৃত্তরা অপহরনের কথা জানায় এবং ৫০ হাজার টাকা চায়। অন্যথায় হোসাইনকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। সাথে সাথে সবুজ দেবপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ.খ.ম ফখরুল ইসলাম কালামের নিকট গিয়ে ঘটনার বর্ণনা দেয়। এসময় সাবেক চেয়ারম্যান কালাম মোবাইলে ফোন দিয়ে কথা বললে তার সাথেও একই কথা জানায়। এর কিছুক্ষণ পর মোবাইল ফোন বন্ধ করে দেয়। পরে তিনি লন্ডন প্রবাসী সবুজকে নিয়ে গোপলারবাজার পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে ঘটনার সম্পর্কে পুলিশকে অবগত করেন। এ ঘটনার পর এলাকার শত শত মানুষ অপহৃত হোসাইনের বাড়িতে গিয়ে ভিড় জমায়। তার পারিবারিক একটি সুত্রে জানায়, কুর্শি গ্রামের লিয়াকত আলীর ছেলে তোহেল আহমদের সাথে কিছুদিন যাবত বিরোধ ছিল। ওইদিন রাতে তোহেল, হুসাইনকে বাজারে খোজাখুজি করেছিল বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি জানামাত্র আমরা খোজ নিচ্ছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনা সত্য হলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।