নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় বীর মুক্তিযোদ্ধা কাজল আহত

Pic kajol 2উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জে একদল প্রতিপক্ষের হামলায় শুক্রবার দিবাগত রাতে মৌলদ হোসেন কাজল (৫৫) নামে এক বীর মুক্তিযোদ্ধা গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন রাতেই ওই মুক্তিযোদ্ধাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এ ঘটনায় নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ তীব্র নিন্দা ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য দাবী জানিয়েছেন। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানাযায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের আমতৈল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৌলদ হোসেন কাজলের সাথে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে পাশের বাড়ির জিয়াউর রহমান গংদের বিরোধ চলে আসছিল। এরই জের শুক্রবার রাতে বীর মুক্তিযোদ্ধা কাজল একই গ্রামের লন্ডন প্রবাসী আজিজুর রহমানের মা’কে দেখতে যান। সেখান থেকে রাত প্রায় ১০ টার দিকে নিজবাড়ি ফেরার পথে পুর্ব থেকে ওৎ পেতে থাকা জিয়াউর,রতন,মুজিবুর,জাহাঙ্গীর ও জাহিরের নেতৃত্বে একদল দূর্বৃত্ত চলাচলের গোপাটের মধ্যে ওই মুক্তিযোদ্ধার উপর অর্তকিতভাবে হামলা চালায়। এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা মৌলদ হোসেন কাজল বলেন,দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি, মৃত্যুকে ভয় পাইনি। কিন্তু স্বাধীন দেশে আমার উপর এই বর্বর হামলায় আতংকিত হয়েছি। তিনি বলেন, জিয়াউর রহমান তার সঙ্গীয় লোকজন নিয়ে আমার উপর হামলা করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে তা বড় নয়। তারা আমাকে পরিকল্পিত ভাবে হত্যা করতে চেয়েছিল। স্থানীয় লোকজন ছুটে না আসলে আমার মৃত্যু নিশ্চিত ছিল।