মিলানে সাপ্তাহিক ‘দেশকাল এর মতবিনিময় বৈঠক’ অনুষ্ঠিত
নাজমুল হোসেন,মিলান থেকে: মিলান থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশকাল এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ‘মতবিনিময় বৈঠক’। স্থানীয় এক রেস্টুরেন্টে গত রবিবার সন্ধ্যে ছয়টায় এক অনাড়ম্বর আনুষ্ঠানিক এই বৈঠক হয়। সভায় উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই বৈঠকে দেশকাল প্রকাশনা সংক্রান্ত অত্যন্ত ফলপ্রসু আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত সকলের বক্তব্যে দেশকাল এর নিয়মিত প্রকাশনা অব্যহত রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। মিলান প্রবাসী দল, মত, শ্রেণী, পেশা নির্বিশেষে সকলের সহযোগিতা দেশকাল প্রকাশনার জন্য অতীব প্রয়োজনীয় বলে মতামত ব্যক্ত করা হয়। সভায় দেশকাল প্রকাশক নাজমুল হোসেন এর উপস্থাপনায় বৈঠকে বিস্তারিত বক্তব্য রাখেন সম্পাদক শফিকুল কবীর চন্দন। তিনি তাঁর বক্তব্যে উপস্থিত সকলের কাছে থেকে উপস্থাপিত বিষয়ে পরামর্শ প্রণোদনা মূলক বক্তব্য আহবান করেন।
সভায় উপস্থিত থেকে পরামর্শ সহযোগিতা মূলক মূল্যবান বক্তব্য রাখেন মিলান আওয়ামীলীগের সম্মেলন প্রস্থুতির প্রধান আকরাম হোসেন,মিলান আওয়ামীলীগের সভাপতি সাহাদাত হোসেন সাহা,মিলান নাগরিক কমিটির সভাপতি সালাউদ্দিন ভুইয়া,মিলান মুক্তিযুদ্ধা সংসদের সভাপতি সিরাজুল ইসলাম গাফফার,মিলান আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আবুল হাশেম,বৃহত্তর কুমিল্লা এসোসিয়েশনের উপদেষ্টা জামাল আহমেদ,ঢাকা সমিতি মিলানের উপদেষ্টা সাহাদাত হোসেন মিন্টু,স্টুডেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ফিরোজ আলম,শ্রমিক লীগের সহ সভাপতি সিরাজ খালাসী, এনামুল হক মাসুদ,কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক আবাদ হোসেন,এটিএন বাংলা টিভির মিলান প্রতিনিধি এ কে রুহুল সান, ও দেশকাল এর ব্যবস্থাপক আল আমিন হোসাইন।এছাড়া ও বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা সমিতি মিলানের সাধারণ সম্পাদক জাকির হোসেন বোরহান,মিলান বিএনপির সহ সাধারণ সম্পাদক জাহান,ঢাকা সমিতি মিলানের সাং গঠনিক সম্পাদক আনিসুজ্জামান খোকন,সুনামগঞ্জ সমিতির সাং গঠনিক সম্পাদক রয়েল তালুকদার প্রমুখ। দেশকাল এর পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করার মধ্য দিয়ে সমাপ্ত হয় ‘দেশকাল মতবিনিময় বৈঠক’।