মিলানে পবিত্র মে’রাজের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ওয়াজ মাহফিল অনুষ্টিত
নাজমুল হোসেন,মিলান থেকে: ইতালির মিলানে পবিত্র মে’রাজের শিক্ষা এবং তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ওয়াজ মাহফিল অনুষ্টিত হয়েছে। ২৫ মে মিলান কেন্দ্রীয় জামে মসজিদে বাদ মাগরিব দারুল হিকমাহ মাদ্রাসার সহকারী পরিচালক জনাব প্রফেসর জিয়াউল কারীমের সভাপতিত্বে মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের ছাত্র শিহান শোয়াইবের তেলাওয়াতের মাধ্যমে পবিত্র মে’রাজের শিক্ষা এবং তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ওয়াজ মাহফিল এ প্রধান বক্তা হিসাবে আলোচনা পেশ করেন মিলান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব দারুল হিকমা মাদ্রাসার পরিচালক জনাব হাফিজ মাওলানা জুনাইদ সোবহান।
মাওলানা জুনাইদ সোবহান তার বক্তব্যে বলেন; বর্তমান সমাজে ২৭ রজব পবিত্র মে’রাজকে কেন্দ্র করে যে কুসংস্কার এবং বেদআত প্রচলন আছে তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে,এই রজবের ২৭ রজনীতে আমাদের করণীয় এবং বর্জণীয় কি ইসলামের সঠিক দৃষ্টিভংগী জেনে আমাদের আমল করতে হবে। এই পবিত্র মে’রাজের শিক্ষা রাত জেগে হালুয়া –রুটি খাওয়ার শিক্ষা নয়।আল্লাহর রাসুল (সঃ) মে’রাজের রজনীতে মহান প্রভূর সাথে সাক্ষাতের মাধ্যমে যে উপহার উম্মতের জন্য নিয়ে আসছেন (নামায) তা যত্নসহকারে সমাজে কায়েমের মাধ্যমে মে’রাজের শিক্ষা গ্রহণ করতে হবে।
মাহফিলের শেষে দেশ ও মুসলিম জাতির কল্যাণের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।