নিজের লেখা ৫শত ৬৫টি কলম দিয়ে তৈরী করেছেন একটি ফুল

চুনারুঘাটের একজন কলম সৈনিকের স্মরণীয় স্মৃতিকথা

Ballpen Flowerউত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ ॥ হবিগঞ্জের চুনারুঘাটে একজন কলম সৈনিক তার আজকের কাগজ পত্রিকার স্মৃতিকে আজো লালন করে চলেছেন। ১৬ বছর ৬ মাস ২৯ দিনে ৫শ’ ৬৫টি বলপেনের কালি নিঃশেষ করেছেন পত্রিকায় সংবাদ লিখে। এসব কালি নিঃশেষিত বল পেনগুলো স্মৃতি স্বরূপ সংরক্ষিত করে রেখেছেন তিনি। তিনি হলেন চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের মোঃ হাছান আলী সকলের প্রিয় ‘হাসান ভাই’। ১৯৯১ সালে ২১ ফেব্র“য়ারী পত্রিকা জগতে নতুনত্ব নিয়ে অগ্রসর পাঠকের দৈনিক আজকের কাগজ পত্রিকা প্রকাশিত হয়। আর তিনি প্রকাশনালগ্ন থেকেই হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শুরু থেকেই তিনি ‘দৈনিক আজকের কাগজ’ এর চুনারুঘাট প্রতিনিধি হিসাবে স্মৃতিকে ধরে রাখার জন্য তার লিখনীর দ্বারা নিঃশেষিত হয়ে যাওয়া সবকটি বলপেনগুলো সংরক্ষিত করে রাখেন। হঠাৎ করে ২০০৭ সালের ২০ সেপ্টেম্বর পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে যায়। কিন্তু থেমে থাকেনি হাসান আলীর লেখনি। তিনি তার ব্যবহৃত কালিশূণ্য বলপেনগুলো সাজিয়ে গুছিয়ে ছবি তুলে ক্যামেরাবন্দি করে রাখেন। তার এই স্মৃতির প্রতীক ছবিটি দেখতে অনেকটা ফুলের মত। এ ব্যাপারে হাসান আলী বলেন, দৈনিক আজকের কাগজ ছিল আমার একটি প্রিয় পত্রিকা। তাই শুধুমাত্র এ পত্রিকার স্মৃতিকে জীবনে স্মরণীয় করে রাখার জন্য বলপেনগুলো স্বযতেœ সংরক্ষন করে রেখেছি। ঐ কলমগুলোর মধ্যে আমি আমার সাংবাদিকতার এ স্মৃতিকে আজীবন ধরে রাখতে চাই। বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদ প্রতিক্ষন ও হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক খোয়াই পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাছাড়া তিনি চুনারুঘাট রির্পোটার্স ইউনিটি ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চুনারুঘাট শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।