কোম্পানীগঞ্জে গণপিটুনিতে চোরের মৃত্যু
ডেস্ক রিপোর্টঃ কোম্পানীগঞ্জে গণপিটুনিতে এক চোরের মৃত্যু হয়েছে। তার নাম আলা উদ্দিন (২৭)। সে স্থানীয় পুটামারা গ্রামের আসর আলীর ছেলে। শুক্রবার গভীররাতে উপজেলার শিবপুর কাইতনা বিলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি দেলওয়ার হোসেন। এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, আলা উদ্দিনের নেতৃত্বে কয়েকজন চোর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে শুক্রবার গভীর রাতে শিবপুর গ্রামে হানা দেয়। তারা ৫টি নৌকা চুরি করে নিকটবর্তী পুটামারা গ্রামে ফিরছিল। শিবপুর গ্রামে লোকজন সংগঠিত হয়ে কাইতনা বিল এলাকায় চোরদের ধাওয়া করেন। গ্রামবাসীর পিটুনিতে এ সময় আলা উদ্দিন মারা যায়। তার সাথে থাকা আরো কয়েকজন চোর পালিয়ে যেতে সক্ষম হয়।
খবর পেয়ে পুলিশ সকালে কাইতনা বিল থেকে তার লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট তৈরীশেষে লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে জানিয়ে ওসি বলেন, ‘তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’