শাবির ছাত্রহলে হামলায় পিযুষসহ ছাত্রলীগের ৮ নেতার বিরুদ্ধে মামলা

Pijus
ফাইল ফটো

সুরমা টাইমস ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ছাত্রহলে হামলা, ভাঙচুর, লুটপাট ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টারকে প্রাণে মারার চেষ্ঠার ঘটনায় ছাত্রীগের ৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে জালাবাদ থানায় দায়েরকৃত ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক পিযুষ কান্দি দেকে। মামলার অপর আসামিরা হলেন ছাত্রলীগ নেতা আনোয়ারুল আলম, সুপ্রিয় চৌধুরী রাজ, সাকিব, আলী আহসান, মোস্তাক নেয়াজী, সৈয়দ জুয়েম, আরিফ হাসান। এদের মধ্যে পিযুষ, আনোয়ার ও রাজ বহিরাগত। অন্য পাঁচজন শাবির শিক্ষার্থী।
জালালাবাদ থানার উপ পরিদর্শক (এসআই) আবদুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি নিউজমিররকে বলেন, মামলার বাদী হয়েছেন শাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জুবায়ের আহমদ চৌধুরী। বাদী মামলার (নং-১২(০৫)১৪) এজাহারে উল্লেখ করেন, ‘আসামিরা গত রোববার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের চারটি রুমে হামলা চালায়। তারা রুমে হামলা চালিয়ে নগদ টাকা, ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার ও মোবাইল ফোন লুট করে। এসময় তাকে প্রাণে মারার জন্য অস্ত্র নিয়ে তাড়া করে।’
মামলাটি দতন্তের দায়িত্ব পেয়েছেন জালালাবাদ থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।