জকিগঞ্জ সেটেলমেন্টের সার্ভেয়ার আবুল খায়েরের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি অনিয়মের অভিযোগ

zakigonjজকিগঞ্জ প্রতিনিধিঃ জকিগঞ্জ সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার আবুল খায়েরের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ঘুষ গ্রহণের অভিযোগ এনে গতকাল জকিগঞ্জ কৃষক শ্রমিক উন্নয়ন সংস্থার সভাপতি ফারুক আহমদ সহকারী সেটেলমেন্ট অফিসার জকিগঞ্জ-এর বরাবরে অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন- জকিগঞ্জ সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার আবুল খায়েরের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের বিষয়টি চরম আকার ধারণ করেছে। আবুল খায়ের বদর আমিনে গিয়ে উভয় পক্ষের কাছ থেকে মোটা অংকের উৎকোচ গ্রহণ করে প্রতারণা করেন। তার প্রতারণার শিকার হয়ে অনেক কৃষক নিঃস্ব। আবুল খায়ের আনন্দপুর গ্রামের মুজিবুর রহমানের কাছ থেকে একটি তদন্তে ১০ হাজার টাকা ঘুষ দাবী করিলে মুজিবুর রহমান তাহা দিতে অস্বীকৃতি প্রকাশ করিলে তার ভূমির বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট প্রদান করেন এবং পরবর্তীতে ১০ হাজার টাকা নিয়ে ঐ রিপোর্ট আবার সংশোধন করেন। হাইদ্রাবন্দ গ্রামের মইয়ব আলীর কাছ থেকে ৩৫ হাজার টাকা, বিলেবন্দ গ্রামের নজরুল ইসলামের কাছ থেকে ৮ হাজার টাকা উৎকোচ আদায় করেন। কিছুদিন পূর্বে হাতিডহর গ্রামের কৃষক শরীফ উদ্দিনের কাছ থেকে ১০টি আপত্তি মামলায় ১ লক্ষ টাকা দাবী করেন। কৃষক শরীফ উদ্দিন এত টাকা কোথায় পাবেন বলে দুঃশ্চিন্তায় পড়ে বিচারকের এজলাসের সামনে হৃদ রোগে আক্রান্ত হয়ে সাথে সাথে মৃত্যুবরণ করেন। সংস্থার সভাপতি ফারুক আহমদ বলেন- সার্ভেয়ার আবুল খায়েরের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। সরেজমিন তদন্ত করিলে তার বিভিন্ন ধরণের প্রতারণা, ঘুষ-দুর্নীতি সহ বেশ কিছু অনিয়মের সত্যতা মিলবে। সংস্থার সভাপতি ফারুক আহমদ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সরেজমিন তদন্ত সাপেক্ষে সার্ভেয়ার আবুল খায়েরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান। এ ব্যাপারে সার্ভেয়ার আবুল খায়ের বলেন, এসব গুলোই মিথ্যা অভিযোগ। তিনি কখনো কারো কাছ থেকে কোন টাকা গ্রহণ করেননি।