অজ্ঞান পার্টির কবলে বিমান বাহিনীর সার্জেন্ট
মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার দেবপুর গ্রামের বাসিন্দা বিমান বাহিনীর সাজের্ন্ট আবুল কালাম (৩০) অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন । অচেতন অবস্থায় এখন তিনি ঢাকায় চিকিৎসাধিন।
আবুল কালামের ভাই হানিফ মিয়া জানান, বিমান বাহিনীর সদর দপ্তর যোগাযোগ কার্য্যালয়ে কর্মরত সার্জেন্ট আবুল কালাম বৃহস্পতিবার ছুটিতে এসে শনিবার বিকেলে ঢাকার কর্মস্থলে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।
শনিবার সন্ধ্যা ৭টার পর থেকে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিষয়টি তার কর্মস্থলে জানান।
রবিবার দুপুর পর্যন্ত আবুল কালামের কোন খোঁজ না পেয়ে তার পরিবারের লোকজনের উদ্বেগ উৎকন্ঠা দেখা দেয়।
পরবর্তীতে রবিবার বিকেলে ভৈরব হাসপাতলে তার পরিবারের লোকজন খোঁজ নিতে গেলে অচেতন অবস্থায় তাকে দেখতে পান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
পরিবারের সদস্যদের ধারণা মাধবপুর থেকে বাসে উঠার পরেই অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অচেতন করে তার ব্যবহৃত দুটি মোবাইল, টাকা পয়সা সহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।