নবীগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৮৫.২৭% : আশানুরুপ এ প্লাস পায়নি শিক্ষার্থীরা
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ে চলতি বছরের এস এসসি পরীক্ষায় ১ হাজার ৯শত ৮৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ১ হাজার ৬ শত ৯০ জন উর্ত্তীন হয়েছে। এ প্লাস পেয়েছে ৪১ জন। এতে পাসের হার দাড়িয়েছে ৮৫.১৭%। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৬ টি মাদ্রসায় এ বছর মাত্র ৫শত ৪১ জন পরীক্ষার্থীরা অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪ শত ৮১ জন। এ প্লাস পেয়েছে ৩৬ জন। এতে পসের হার দাঁড়িয়েছে ৮৮.৯১%। এছাড়া নবীগঞ্জে পাশ্ববর্তী বানিয়াচং উপজেলার বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র নবীগঞ্জ জে,কে উচ্চ বিদ্যালয়ে ছিল। এ প্রতিষ্টান তেকে ১শত ১৭ জন অংশ নিয়ে ১শত ১১ জন উর্ত্তীন হয়েছে। এ প্লাস পেয়েছে ২ জন। পাসের হার ৯৪.৮৭%।
নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিস সুত্রে প্রাপ্ত ফলাফলে দেখা যায় গত বছরের চেয়ে এ বছরের ফলাফল নবীগঞ্জ উপজেলায় এ বছর আশানুরুপ কম হয়েছে এবং এ প্লাসও কম পেয়েছে। অনেক ছাত্রছাত্রীরাই এ প্লাস না পাওয়ায় তাদের অবিভাবকদেরকে বিষন্ন দেখাগেছে। উল্লেখ্য নবীগঞ্জ শহরে অবস্থিত নবীগঞ্জ জে,কে মডেল উচ্চ বিদ্যালয় থেকে ২ জন শিক্ষার্তী রেজিষ্টেশন কওে হোমল্যান্ড আইডিয়াল স্কুল থেকে পরীক্ষা দিয়ে এ প্লাস পায়। হিরা মিয়া গার্লস হাই স্কুল ২ টি এ প্লাস এবং গয়াহরি সড়কে হোমল্যান্ড আইডিয়াল হাই স্কুল ২টি এ প্লাস পায়। তাছাড়া শহরের বাইরে রাজরানী সুভাষিনী বালিকা বিদ্যালয় থেকে ৬২ জন অংশগ্রহন করে পাশ করেছে ৫৩জন পাশের হার ৮৫ দশমিক ৪৮ শতাংশ । আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় থেকে ১৬২ জন অংশগ্রহন করে একটি এ+ সহ পাশ করেছে ১৪৪জন পাশের হার ৮৮ দশমিক ৮৮ শতাংশ । সৈয়দ আজিজ হাবিব বিদ্যালয় থেকে ৮৫ জন অংশগ্রহন করে পাশ করেছে ৭৮জন পাশের হার ৮৭ দশমিক ০৫ শতাংশ । গুলডুবা উচ্চ বিদ্যালয় থেকে ৬৫ জন অংশগ্রহন করে পাশ করেছে ৫৩ জন । দিনারপুর উচ্চ বিদ্যালয় থেকে ২২৯ জন অংশগ্রহন করে একটি এ+ সহ পাশ করেছে ১৯২ জন । রাগীব রাবেয়া থেকে ১৮৯ জন অংশগ্রহন করে পাশ করেছে ১৬৩ জন । ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ২২৬ জন অংশগ্রহন করে ৭টি এ+ সহ পাশ করেছে ১৯৫ জন । নাদামপুর উচ্চ বিদ্যালয় থেকে ৯৮ জন অংশগ্রহন করে ৯টি এ+ সহ পাশ করেছে ৯৬ জন । বাগাউড়া উ/বি থেকে ১১০ জন অংশগ্রহন করে ৫টি এ+ সহ পাশ করেছে ১০০ জন । এস এন পি উ/বি এন্ড কলেজ থেকে ৬৬ জন অংশগ্রহন করে ৪টি এ+ সহ পাশ করেছে ৬১ জন । দীঘলবাক থেকে ৯৫ জনের মধ্যে ৫টি এ+ সহ পাশ করেছে ৭৯ জন । তাজ উদ্দীন কোরেশী উবি থেকে ১০৮ জনের মধ্যে ১টি এ+ সহ পাশ করেছে ৮৯ জন ।