মিডিয়া ঢালাওভাবে বানোয়াট সংবাদ প্রকাশ করছে : তারেক

tareqসুরমা টাইমস রিপোর্টঃ নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় গ্রেপ্তার র‌্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ আদালতে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করলেন।তাঁর সুনাম ক্ষুণ্ন করার জন্য তিনি মিডিয়াকে দোষারোপ করেন। তিনি বলেন, মিডিয়া তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়েছে এবং এ কারণে তাঁর সুনাম নষ্ট হয়েছে।আজ শনিবার দুপুরে যখন তাঁকে আদালতে তোলা হয় তখন তাঁর কোনো আইনজীবী ছিলো না।
আদালতে তিনি নিজেই কথা বলেন।
মেজর আরিফ কোনো ধরনের বক্তব্য দেননি। তবে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাই সাঈদ শুনানির সময় আরো বলেন, ‘আমাকে ১০ দিন না আরো বেশি দিন রিমান্ড দেয়া হোক, কোনো আপত্তি নেই আমার। আমরাও চাই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটন হোক।’
এসময় গণমাধ্যমের ওপর ক্ষোভ প্রকাশ করে মায়ার জামাই বলেন, ‘নিহত নজরুলের শ্বশুরের কথার ওপর ভিত্তি করে মিডিয়া ঢালাওভাবে আমাদের অভিযুক্ত ও বানোয়াট সংবাদ প্রকাশ করছে, যা সঠিক ও সত্য নয়।’
তবে এ সময় রাষ্ট্রপক্ষ ১০ দিনের রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন আইনজীবীরা। শুনানি শেষে বিচারক শুনানি শেষে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপম প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করলে ক্ষোভে ফেটে পড়েন আইনজীবীরা। তারা বিচারিক কক্ষের ভেতরেই তুমুল হৈ চৈ শুরু করেন এবং বিচারকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
তারা প্রশ্ন তুলে বলেন, ‘বিচারক কোন মহল ও রাষ্ট্র দ্বারা প্রভাবিত হয়ে ৫ দিনের রিমান্ড দিয়েছেন? যেখানে অভিযুক্তদের পক্ষে কোনো সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য যুক্তি তুলে ধরা হয়নি, সেখানে রিমান্ড ৫ দিন দেয়া অযৌক্তিক।’ তারা বলেন, ‘এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। সর্ষের মধ্যে ভূত লুকিয়ে আছে।’
এর আগে আজ ভোর রাতের দিকে মিলিটারি পুলিশের সহায়তায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সাবেক দুই সেনা কর্মকর্তাকে তাঁদের ঢাকা সেনানিবাসের বাসভবন থেকে গ্রেপ্তার করে। তবে এ ঘটনায় অবসরে পাঠানো নৌবাহিনীর কর্মকর্তা ও র‌্যাবের নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লে. কমান্ডার এম এম রানাকে গ্রেপ্তার করা হয়নি৷ তাঁর অবস্থান সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তারা নিশ্চিত হতে পারেননি।