কানাইঘাটে এসএসসি ও দাখিল পরীক্ষায় ফলাফলে সন্তোষ্ট নয় শিক্ষার্থী ও অভিভাবকরা
পাসের হার ও এপ্লাসের সংখ্যা কমেছে
কানাইঘাট প্রতিনিধিঃ সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার প্রকাশিত ফলাফলে কানাইঘাটের স্কুল ও মাদ্রাসাগুলো গত বছরের চেয়ে এবার ফলাফল খারাপ করেছে। ফলাফল বিপর্যয় এবং গত বছরের চেয়ে এ প্লাসের সংখ্যা অনেক কমে যাওয়ায় শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। গত বছর স্কুল পর্যায়ে যেখানে ৩১জন শিক্ষার্থী এপ্লাস পেয়েছিল কিন্তু এবার মাত্র ১১জন শিক্ষার্থী এপ্লাস পেয়েছেন। প্রতি বছর কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করলেও এবার মাত্র ২জন শিক্ষার্থী এ প্লাস পেয়েছে। গত বছর উক্ত স্কুল থেকে ১৮জন শিক্ষার্থী এপ্লাস পেয়েছিল। উপজেলার স্কুল গুলোর মধ্যে কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ১২৭জন শিক্ষার্থীর মধ্যে ২টি এপ্লাসসহ ১১৫জন, চরিপাড়া স্কুল এন্ড কলেজ ১০০জনের মধ্যে ৩টি এপ্লাস সহ ৯১, বীরদল এন.এম. একাডেমী ৮১ জনের মধ্যে ১টি এপ্লাস সহ ৭৭, বড়দেশ উচ্চ বিদ্যালয় ৬৫জনের মধ্যে ৫৫, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় ১০৭জনের মধ্যে ১টি এপ্লাস সহ ৯১, দূর্গাপুর স্কুল এন্ড কলেজ ৮৮জনের মধ্যে ১টি এপ্লাস সহ ৭৭, সুরাইঘাট উচ্চ বিদ্যালয় ৪০জনের মধ্যে ৩৩, ছোটদেশ উচ্চ বিদ্যালয় ৫৫ জনের ৫৪, মুলাগুল হারিছ চৌধুরী একাডেমী ৪২জনের মধ্যে ৩৮, সড়কের বাজার উচ্চ বিদ্যালয় ১২৪জনের মধ্যে ১০৯, সুরমা উচচ বিদ্যালয় ৭৮জনের মধ্যে ৬৯, গাছবাড়ী মর্ডাণ একাডেমী মধ্যে ১০৮জনের ১০২, ঝিঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয় ৬০জনের মধ্যে ৫৬, বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয় ২৮জনের মধ্যে ২৭, বশির আহমদ উচ্চ বিদ্যালয়ে ৩৬জনের মধ্যে ৩৩, জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয় ৪৮জনের মধ্যে ৪৭, সুরতুন নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ২৭জনের মধ্যে ২৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উপজেলার একমাত্র মালিক নাহার মেমোরিয়াল একাডেমী শতভাগ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫৩জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩টি এ প্লাস সহ সবাই উত্তীর্ণ হয়েছে। স্কুল পর্যায়ে উপজেলায় পাশের হার ৭৯%। অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদ্রাসা থেকে ৫০জনের মধ্যে ৬টি এপ্লাস সহ ৪২, সড়কের বাজার আহমদিয়া আলিম মাদ্রাসা থেকে ৯০জনের মধ্যে ১টি এপ্লাস সহ ৭৫, মনসুরিয়া কামিলা মাদ্রাসা ৭৯জনের মধ্যে ৭০, চরিপাড়া রহিমিয়া মাদ্রাসা ২৫জনের মধ্যে ২২, লামা ঝিঙ্গাবাড়ী দাখিল মাদ্রাসা ৩২জনের ২টি এপ্লাস সহ ২৮, ঝিঙ্গাবাড়ী ফাজিল মাদ্রাসা থেকে ৬০জনের মধ্যে ৩টি এপ্লাস সহ ৫৬জন, ফাগু দাখিল মাদ্রাসা ৫জনের মধ্যে ৫, তালবাড়ী ইউসুফিয়া আলিম মাদ্রাসা থেকে ২৫জনের মধ্যে ১টি এপ্লাসসহ ২৩, গাছবাড়ী মহিলা মাদ্রাসা ২৭জনের মধ্যে ৪টি এপ্লাস সহ ২৪জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। মোট ১৭জন শিক্ষার্থী মাদ্রাসা পর্যায়ে এপ্লাস পেয়েছে।