ফেঞ্চুগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহে পুশঃপিন বোর্ড বিতরণ
গতকাল সরকারী উদ্যোগে ফেঞ্চুগঞ্জ উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি করে পুশঃপিন বোর্ড বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা। প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামানের সঞ্চালনায় এবং উপজেলা শিক্ষা অফিসার মো: শফিক উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সটেক্টর মো: শাহ আলম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন এবং শিক্ষক সমিতির সভাপতি মো: জিয়াউল ইসলাম চৌধুরী।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চন্ডিপ্রসাদ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন চন্দ্র দেব, ইউছুফ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত চক্রবর্তী, আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজী বেগম, কটালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগম, উসমান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার পাল, পাঠানচক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চক্রবর্তী প্রমুখ। বিজ্ঞপ্তি