‘ইলিয়াসকে অবিলম্বে ফিরিয়ে না দিলে সময়মত সব গুমের সমুচিত জবাব’
সুরমা টাইমস ডেস্কঃ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সফল সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলী গুম হওয়ার ২৫ মাস অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত ফিরিয়ে না দেওয়ার প্রতিবাদে এবং অবিলম্বে জনতার মাঝে ফিরিয়ে দেওয়ার দাবিতে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মুক্তিযোদ্ধা দল, যুবদল, তাতীদল, মহিলাদল, ওলামাদল, জাসাস ও শ্রমিক দলের উদ্যোগে শনিবার সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক আলহাজ্ব শেখ মখন মিয়া চেয়ারম্যানের সভাপতিত্বে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় ঐতিহাসিক কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, অবৈধ সরকারের দুঃশাসনের কারণে বিশেষ করে গুম, খুন, সন্ত্রাস, দুর্নীতির কারণে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে। বক্তারা বলেন, শেখ হাসিনার শাসনামল ’৭২ থেকে ৭৫’এর দুঃশাসন থেকেও ভয়াবহ আকার ধারণ করেছে। সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীকে অবিলম্বে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবী জানিয়ে বক্তারা বলেন, অন্যথায় সময়মত সকল গুমের সমুচিত জবাব দেওয়া হবে। শাহজালাল (রঃ) ও শাহপরাণ (রঃ) এর পূণ্যভূমির সন্তান এম ইলিয়াস আলীকে ফিরিয়ে না দিলে সিলেটবাসী শেখ হাসিনাকে কোন দিনই ক্ষমা করবে না। বক্তারা এম ইলিয়াস আলী, মুজিবুর রহমান মুজিব, ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, আনসার আলী, সোহেল আহমদ সহ শেখ হাসিনার গুম নামক কারাগারে আটক সকল নেতাকর্মীদেরকে অবিলম্বে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবী জানান। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এডভোকেট আবদুল গফফার, মহানগর বিএনপি’র সহ সভাপতি অধ্যাপক সৈয়দ মকসুদ আলী, জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, সোনা মিয়া, মহানগর বিএনপি’র কোষাধ্যক্ষ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জেলা বিএনপি সাবেক কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম ফারুক, তাতীদলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহজামাল নুরুল হুদা, জেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক আনহার মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন লস্কর, জেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক ময়নুল হক, জেলা জাসাসের আহবায়ক জসিম উদ্দিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কাউন্সিলর সালেহা কবির শেপী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এনামুল কবির বাদশা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, আব্দুস সহিদ, মহানগর তাতীদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফফার, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী চৌধুরী খুর্শেদ, সদর উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহিদ আহমদ চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক এ.কে.এম তারেক কালাম, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে কাজী মুহিবুর রহমান, এডভোকেট আবু তাহের, মাও: কাজী নুরুল হক, জয়নাল আহমদ রানু, এডভোকেট জোহরা জেসমিন, আমিনুজ্জামান জোয়াহির, শাহিদুল ইসলাম কাদির, কামাল হাসান জুয়েল, আলী আকবর, জয়নাল আহমদ, আসমাউল হাসনা খান, রুবি রহমান, আলিসা সালমা আলী, জসিম উদ্দিন, কাউন্সিলর শরিফুল হক, নাজিম উদ্দিন, মিজানুর রহমান ডিপজল, সুজন আহমদ, অর্পন ঘোষ, আব্দুল হান্নান, রায়হাদ বকস্ রাক্কু, শেখ তাজুল ইসলাম, রিনুক আহমদ, শামিম আহমদ, মোস্তাফিজুর রহমান সুজন, সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, খালেদুর রশিদ ঝলক, রুহুল আমিন, তছির আলী, সেলিম চৌধুরী, শামীম আহমদ, শামিম আহমদ লোকমান, জাবেদ আহমদ জীবন, এডভোকেট ইকবাল প্রমুখ। সভা শেষে একটি মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।