আ’লীগ ও জাপার দ্বন্দ্বের জের : লোভাছড়ায় পাথর শ্রমিক গুরুতর আহত
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট লোভা ছড়া পাথর কোয়ারীর খাস কালেকশন আদায়কে কেন্দ্র করে উপজেলা আওয়ামীলীগ-জাপার একটি গ্রুপের সাথে আ’লীগের অপর একটি অংশের নেতাদের আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় গতকাল কোয়ারীতে তায়েফ আহমদ (৪৫) নামে এক পাথর শ্রমিক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত তায়েফের বাম হাত ও মাথায় এবং শরীরের একাধিক জায়গায় গুরুতর জখম হওয়ায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনদের কাছ থেকে জানা যায়, লোভাছড়া পাথর কোয়ারীর লীজ সংক্রান্ত বিষয় নিয়ে মহামান্য হাইকোর্টে বর্তমানে ৭টি রীট মামলা বিদ্ধমান থাকায় গত ৭ বছর ধরে কোয়ারীর লীজ প্রক্রিয়া বন্ধ রয়েছে। কোয়ারীতে নিজেদের আধিপত্য বিস্তার ও খাস কালেকশন নিয়ে সরকারী দলের নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব বিরাজ করছিল। কোয়ারীর অংশীদারিত্ব পেতে সম্প্রতি জাতীয় পার্টির একাংশের নেতাকর্মীরা আ’লীগের একটি গ্রুপের সাথে আতাতও করে। হাই কোর্টে রীট মামলা থাকায় কয়েক বছর ধরে উপজেলা প্রশাসন লোভাছড়া কোয়ারী থেকে রয়্যেলিটি আদায় করে আসছে। আ’লীগের একটি অংশের নেতাকর্মীদের অভিযোগ স্থানীয় প্রশাসনের সাথে আতাত করে জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশের আর্শীবাদপুষ্ট স্থানীয় আ’লীগ নেতা ইউপি সদস্য তমিজ উদ্দিন মেম্বার গংদের নেতৃত্বে কোয়ারী থেকে রয়্যেলিটি আদায়ের নামে অর্থ লোটপাট ও ভাগবাটোয়ারা অভিযোগ তুলেন। মূলত কোয়ারীতে নিজেদের আধিপত্য ও খাস কালেকশন নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গতকাল বুধবার উপজেলা জাপার সাধারণ সম্পাদক বাবুল আহমদ, যুবলীগের আহ্বায়ক মাশুক উদ্দিনের নেতৃত্ত্বে আ’লীগ ও সহযোগী সংগঠন এবং জাপার কয়েকজন নেতা বিকেল ২টার সময় কোয়ারীর খাস কালেকশন আদায় ও প্রশাসনকে সহযোগীতা করার জন্য সেখানে যান। একপর্যায়ে রয়্যেলিটি আদায়ের স্থান বাগান বাজারের সুরমা নদীর ঘাট থেকে রয়্যেলিটি আদায়ের দায়িত্বে থাকা উপজেলা তহশিলদারকে নিয়ে তারা সুরমা নদীর দক্ষিণ পাড় সতিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে পাথর বোঝাই নৌকা থেকে রয়্যেলিটি আদায় শুরু করেন। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে এক পর্যায়ে স্থানীয় আ’লীগ নেতা তমিজ উদ্দিন মেম্বারের নেতৃত্বাধীন লোকজন সতিপুর ঘাট থেকে রয়্যেলিটি আদায়ে বাধা প্রদান করেন। তাদের হাতে ডাউকেরগুল গ্রামের পাথর শ্রমিক তায়েফ আহমদ ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে গুরুতর জখম হন। এ ঘটনায় পাথর কোয়ারী এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা জাপার সাধারণ সম্পাদক বাবুল আহমদ বলেন, লোভাছড়া পাথর কোয়ারী থেকে রয়্যেলিটি আদায়ের নামে প্রভাবশালী একটি মহল সেখানে লুটপাঠ করে যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার অনুমতি নিয়ে সুষ্ঠুভাবে কোয়ারী থেকে সরকারী রাজস্ব আদায়ের জন্য প্রশাসনকে সহযোগীতা করতে তিনি এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুক উদ্দিন, যুবলীগ নেতা আব্দুল হেকিম শামীম, এনামুল হকসহ জাপা ও ছাত্রলীগের কয়েকজন নেতা কোয়ারীতে যান। যথারীতি সুষ্ঠুভাবে খাস কালেকশন শুরু হলে এক পর্যায়ে তমিজ উদ্দিন মেম্বারের নেতৃত্বে প্রশাসনকে সহযোগীতা করার অপরাধে পাথর শ্রমিক তায়েফের উপর স্বশস্ত্র হামলা করা হয়। অপরদিকে আ’লীগ নেতা তমিজ উদ্দিন মেম্বার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন প্রশাসনের লোকজন খাস কালেকশন করে থাকেন। এ ক্ষেত্রে তিনি সহযোগিতা করেন। তার লোকজন তায়েফের উপরে হামলা করেনি। জেলা আ’লীগ নেতা মস্তাক আহমদ পলাশ বলেন আমার বিরুদ্ধে পাথার কোয়ারী থেকে রয়্যেলিটি আদায়ে যে অসত্য অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। তিনি বলেন, জেলা প্রশাসক প্রতি সপ্তাহে প্রকাশ্যে নিলাম ডাকে পাথর কোয়ারীর খাস কালেকশন দিলে এ নিয়ে কোন মহল কোয়ারীতে বিশৃঙ্খলা করার সুযোগ থাকবে না। উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন আল মিজান তার প্রতীক্রিয়া জানতে চাইলে তিনি বলেন কোয়ারী থেকে সুষ্ঠুভাবে রাজস্ব আদায়ের জন্য তিনি ও আ’লীগের দায়িত্বশীল নেতারা প্রশাসনের প্রতি বার বার অনুরোধ করেছিলেন। দলের নাম ভাঙিয়ে যারা দীর্ঘ দিন ধরে কোয়ারীতে লুটপাট করেছে তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সাথে এ নিয়ে কথা হলে তিনি স্থানীয় সাংবাদিকদের জানান, লোভাছড়া পাথর কোয়ারীর লীজ সংক্রান্ত বিষয় নিয়ে মহামান্য হাইকোর্টে রীট মামলা থাকায় ইজারা প্রক্রীয়া বন্ধ রয়েছে। জেলা প্রশাসক মহোদয় স্যারের নির্দেশে একজন তহশীলদার ও সার্ভেয়ারের নেতৃত্বে যথারীতি সুষ্ঠুভাবে খাস কালেকশন করা হচ্ছে। এ নিয়ে কোন মহলকে প্রশাসনকে সহযোগীতার নির্দেশ দেওয়া হয় নি। খাস কালেকশন আদায় কে কেন্দ্র করে কোয়ারীতে কেউ আদিপত্য বিস্তার বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।