বিশ্বনাথে হাবড়াবাজার বণিক সমিতির নির্বাচন ৩১ মে
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে গত শনিবার পুরান হাবড়াবাজারের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। বিশিষ্ঠ ব্যবসায়ী মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও ডাক্তার বিভাংশু গুণ বিভূর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আশ্রব আলী, ডাক্তার আফিজ আলী, নানু মিয়া, আসাব আলী মেম্বার, জায়েদুর রহমান তালুকদার, মুজিবুর রহমান, সফিকউদ্দিন, ডাক্তার কওছর আহমদ, মাওলানা এমদাদ উল¬াহ, আবুল কালাম, তৈয়বুর রহমান, আব্দুল তাহিদ, মরতুজ আলী, শাইস্থা মিয়া প্রমুখ। সভায় নির্বাচনের প্রতিক বরাদ্ধ ১৬ মে, ৩১ হাবড়াবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে ঘোষনা করা হয়।