সিলেটে ১৫ মাস পর ‘অপহৃত’ কিশোরী উদ্ধার
সুরমা টাইমস রিপোর্টঃ সিলেটে ‘অপহৃত’ হওয়ার ১৫ মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে সিলেট কোতোয়ালী থানা পুলিশ নগরীর ছড়ার পাড় এলাকা থেকে তাকে উদ্ধার করে। উদ্ধার হওয়া কিশোরী রুমা রাণী দাস নগরীর চালিবন্দর সমতা আবাসিক এলাকার অনুরঞ্জন দাসের মেয়ে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৪ জানুয়ারি কিশোরী রুমা রাণী দাস নিখোঁজ হয়। একই এলাকা ছড়ারপারের বর্তমান বাসিন্দা ও কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার নতুনশাপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে আবদুল্লাহ তাকে ফুসলিয়ে অপহরণ’ করে বলে অভিযোগ করে তার পরিবার। এরপর থেকে আর ওই কিশোরীর খোঁজ মিলেনি।
ঘটনার পর কিশোরীর বাবা বাদী হয়ে থানায় জিডি করলেও পরবর্তীতে সেই জিডি তুলে নেন। বিষয়টি জানতে পেরে বাংলাদেশ মাইনোরিটি ওয়াচের সদস্য রাকেশ রায় বাদী হয়ে শুক্রবার কোতোয়ালী থানায় অপহরণের অভিযোগে মামলা করেন। মামলার পর রোববার রাতে কোতোয়ালী থানার এসআই বিকাশ চন্দ্র সরকার কিশোরী রুমাকে নগরীর ছড়ারপার এলাকা থেকে উদ্ধার করেন। সোমবার ওই কিশোরীকে আদালতে হাজির করলে আদালত তাকে নিরাপত্তা হেফাজতে প্রেরণ করেন।