নবীগঞ্জ জে.কে স্কুল সড়কে ও মধ্যবাজারে আবর্জনার স্তুপ : ছড়াচ্ছে দুর্গন্ধ
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ: নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জে.কে মডেল হাই স্কুল সড়কের বেহাল দশা স্কুল ছাত্র ছাত্রী সহ জনসাধারণ চরম দুভোর্গ,পৌর কতৃপক্ষ নিরবতা পালন করছে নিয়মিত পরিস্কার না করায় সড়কের এ অবস্থা । ৩/৪দিনের জমে থাকা সড়কের ময়লা পরিস্কার না করায় সামান্য বৃষ্টি হলে আর চলাচলের উপযোগী থাকেনা।
স্থানীয়রা জানিয়েছেন, জে.কে স্কুলের সড়কে কাঁচা বাজারের নষ্ট তরিতরকারী ফেলে ব্যবসায়ীরা এলাকার পরিবেশ একেবাওে নষ্ট কওে ফেলছে। স্কুলের শিক্ষার্থীরা ও সাধারন পথচারী সড়ক দিয়ে চলাচল কালে দুর্গন্ধে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। ময়লা আবর্জনা ফেলার জন্য নির্ধারিত স্থানে ডাষ্টবিন না থাকায় এলাকার লোকজন, পথচারী ও স্কুল শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছে। কয়েকদিন ধরে এ অবস্থা অব্যাহত থাকলেও সংশ্লিষ্টরা তা পরিস্কারের কোন ব্যবসস্থা না করায় ি জনদুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গত কয়েকদিন ধওে তা পারিস্কার না করায় শহরের মধ্যে বাজার, জে.কে স্কুল সড়কে নিত্যদিন জমে ওউঠেছে ময়লা আবর্জনার স্তুপ। জমে থাকা পচাঁ ময়লা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পৌরসভার পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা নিত্যদিন শহরকে সুন্দর রাখার লক্ষ্যে কাজ করলেও তারা প্রধান সড়কটি ছাড়া আভ্যন্তরিন সড়ক গুলো পরিস্কারে তেমন একটা গুরুত্ব দেয় না বলে বাজার ব্যবসায়ীরা জানান।