হবিগঞ্জ জজকোর্টের আইনজীবি প্রয়াত এডভোকেট ভানু রঞ্জন পালিতের শ্রাদ্ধানুষ্টান সম্পন্ন
ষ্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ ঘোষপাড়ার বাসিন্ধা জেলাবারের সাবেক সদস্য প্রয়াত এডভোকেট ভানু রঞ্জন পালিত এর শ্রাদ্ধানুষ্টান গতকাল রবিবার হবিগঞ্জ বেবী স্ট্যাান্ডস্থ আলিফ কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। অনুষ্টান মালায় হবিগঞ্জ জেলা অতিরিক্তি দায়রা জজ মোঃ আফসানুল ইসলাম,নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক মঞ্জুর উদ্দিন শাহিন,প্রাক্তন মন্ত্রী নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক এমপি আলহাজ্ব ফরিদ গাজীর পুত্র শাহনেওয়াজ মিলাদ গাজী,সাবেক পিপি সালেহ আহমদ,জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক সালেহ উদ্দিন,হবিগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এডভোকেট স্বরাজ বিশ্বাস,জেলা পূজা উদযান পরিষদের সাবেক সভাপতি এডভোকেট অহিন্দ্র দত্ত চৌধুরী,জেলা সৎসঙ্গের সাবেক সভাপতি এডভোকেট গৌরাঙ্গ কর, এডভোকেট জিসি দেবনাথ,
এডভোজেট নিলাদ্রী শেখর পুরকায়াস্থ টিটু,জেলা সৎসঙ্গের সাধারন সম্পাদক সুনীল চন্দ্র দাশ,নবীগঞ্জ প্রেক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী,নবীগঞ্জ উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অঞ্জন পুরকায়াস্থ,প্রায়াতের ভাই কলিকাতার কাজল পালিত,দিল্লীর শ্যামল পালিত,অষ্টেলিয়া প্রবাসী ড.সজল পালিত,এডভোকেঁরনজিত দত্ত,এডভোকেট সুফী,এডভোকেট মুরালী ধর,এডভোকেট দীপক করসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক,রাজনৈতিক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রয়াত এডভোকেট ভানু রঞ্জন পালিত(৭২) চলতি বছরের ১১ ই এপ্রিল হবিগঞ্জ ঘোষপাড়াস্থ নিজ বাসভবনে একমাত্র ছেলে অষ্টেলিয়া প্রবাসী বিশ্বজিত পালিত, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে পরলোক গমন করেন।