শীঘ্রই ডিপুগুলোর সংস্কার করে সিলেটে জ্বালানী তেল ব্যবস্থার উন্নত করা হবে

সিলেটে মতবিনিময় কালে বাংলাদেশ পেট্রোলিয়ামের চেয়ারম্যান

Sylhet Petrolium Owners associationবাংলাদেশ পেট্রোলিয়ামের চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেছেন সিলেটের জ্বালানী তেল ব্যবস্থার উন্নত করতে হলে প্রয়োজন ডিপুগুলোর সংস্কার করা। কারণ আদিযোগের নির্মিত এই ডিপুগুলো দিয়ে এখনো জ্বালানী তেল সরবরাহ করা হচ্ছে। তাই শীঘ্রই ডিপুগুলো সংস্কার করে তেলের মউজুদাগার বাড়ানো হবে। তিনি বলেন সিলেটের ব্যবসায়ীদের দাবী অনুসারে শীঘ্রই ডিজেলের গার্তি পুরনের ব্যবস্থা ও গ্যাস ফিল্ড থেকে ক্রয়কৃত ডিজেলে সঠিক মিশ্রনের ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া এলপি গ্যাসের সঠিক পরিমাপের ব্যবস্থা এবং সিলিন্ডারে নতুন করে বাকেট তৈরী করা হবে। তিনি আরো বলেন এ সকল সমস্যা সমাধান করে বাংলাদেশ পেট্রোলিয়াম দুর্নামমুক্ত হতে চায়। আর গ্রাহকদের মন জয় করতে চায়। তাই প্রয়োজন সকলের সহযোগীতা। তাই জ্বালানী তেল নিয়ে যে কোন সমস্যা দেখা দিলে বাংলাদেশ পেট্রোলিয়ামের সাথে যোগাযোগ করতে সিলেটের সকল ডিলারদের প্রতি অনুরোধ জানান। তিনি গতকাল শনিবার বিকেলে পেট্রোলিয়াম ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টস্থ পদ্মা ডিপু মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পেট্রোলিয়াম ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্ত্বে ও বিভাগীয় ট্যাংকলরী মালিক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যমুনা ওয়েল কোম্পনীর পরিচালক আলীম উদ্দিন, পদ্মা ওয়েল কোম্পানীর পরিচালক আবুল খায়ের, বিক্রয় কর্মকর্তা জসিম উদ্দিন, জামাল নাসের, এম মুজিবুর রহমান, যমুনা ওয়েল কোম্পানীর কর্মকর্তা জাহেদ আহমদ, পদ্মা ওয়েল কোম্পানীর কর্মকর্তা শাহজাহান কবির। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন হুমায়ুন আহমদ, শফিকুল ইসলাম, মুজিবুর রহমান মানিক, হাজী ইউসুফ আলী, আলমগীর হোসেন, আখতার ফারুক, অধ্যাপক ফয়জুর রহমান, আরজুমান আলী, হাজী রুকন উদ্দিন, মুজিবুর রহমান লিটন প্রমূখ। এদিকে সকালে বাংলাদেশ পেট্রোলিয়ামের চেয়ারম্যান ইউনুসুর রহমান যমুনা ডিপু সম্প্রসারনের জন্য ক্রয়কৃত ৩৭.৫ শতক ভূমির পরিদর্শন ও দলিল হস্থান্তর অনুষ্টানে যোগদেন। উল্লেখ্য-প্রবাসী মজির উদ্দিনের কাছ থেকে সম্প্রতি যুমনা ওয়েল কোম্পনী ৩৭.৫ ভূমি ক্রয় করেন। প্রেস বিজ্ঞপ্তি