“কাণ্ডারী” তারেক রহমানের তৃণমূল রাজনৈতিক দর্শন চর্চায় ব্যাপক ভূমিকা রাখবে- মির্জা ফখরুল
গত ৯ মে নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিবের নিজস্ব কক্ষে তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র কর্তৃক প্রকাশিত ‘কাণ্ডারী’ নামক গ্রন্থটি বিএনপি’র মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এর হাতে তুলে দেন গ্রন্থের প্রণেতা ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা আলমগীর নূর। গ্রন্থটি হাতে পেয়ে মহাসচিব গ্রন্থের নামকরণ নিয়ে গ্রন্থ প্রণেতার ভূয়সী প্রশংসা করেন। দেশের গণতন্ত্র যখন অমবস্যার অভিনিশার অন্ধকারে পতিত এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের ছোবলে দেশে গণতান্ত্রিক রাজনীতি চর্চার প্লাটফর্ম যখন বিলুপ্তপ্রায়: ঠিক তখনই ‘কাণ্ডারী’ নামক গ্রন্থটি তৃণমূল গ্রণতন্ত্র বিকাশের অতন্দ্র প্রহরী হিসাবে ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরী তারেক রহমান যে তৃণমূল রাজনীতির দর্শন আমাদের উপহার দিয়েছেন তাহা বর্তমানে দু:সহ রাজনৈতিক প্রেক্ষাপটে উদার গণতান্ত্রিক রাজনীতি চর্চার একটি আলোর দিশারী। ‘কাণ্ডারী’ গ্রন্থের প্রণেতা বয়সে নবীন হলেও এমনি একটি সাহসী উদ্যোগ আমাদের জাতীয়তাবাদী সকল সৈনিককে আবারো নতুন স্বপ্নের দিগন্তরেখার সূচনা করবে। আমি মনে করি, ‘কা-ারী’ নামক গ্রন্থ তারেক রহমানের তৃণমূল রাজনৈতিক দর্শন চর্চায় ব্যাপক ভূমিকা রাখবে। আমার উদাত্ত আহবান, “তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্রে জাতীয়তাবাদী পরিবারের সদস্যবৃন্দ সম্পৃক্ত হয়ে গবেষণা কেন্দ্র এবং এর কার্যক্রমকে আরো গতিশীল, জাতীয়তাবাদী তৃণমূল রাজনীতিকে আরো পরিশীলিত করে তুলুন”।
গ্রন্থ হস্তান্তর কালে আরো উপস্থিত ছিলেন, ‘তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা গবেষণা কেন্দ্রের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ সরওয়ার হোসেন। বিজ্ঞপ্তি