বিশ দিনেও সন্ধান মিলেনি শিশু আবু ছালেকের

abu salekছাতক প্রতিনিধিঃ  নিখোঁজ হওয়ার বিশ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি শিশু আবু ছালেকের। বিশদিন পরও ছেলেকে না পেয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন তার মা। দরিদ্র মা বাবা সর্বস্ব বিক্রি করে ছেলের খোঁজে দিনরাত সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেছেন। এরপরও ছেলেকে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। ছাতক উপজেলার খাশিপুর গ্রামের মাসুক আলীর শিশুপুত্র আবু ছালেক। বর্তমানে তারা শহরতলীর বিমানবন্দর থানার নয়াবাজার বড়শালার বাসিন্দা। আবু ছালেক নগরীর উইমেন্স মেডিকেল কলেজের ক্যান্টিনে কাজ করত। গত ১২ এপ্রিল বিকেলে ক্যান্টিনের কোন স্টাফকে কিছু না বলে সে বের হয়ে যায়। এর পর সে বাসায় বা কর্মস্থলে আর আসেনি। সম্ভাব্য সকল স্থানে যোগাযোগ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। তার বয়স ১৪, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ফুট ১০ইঞ্চি, মুখ মন্ডল লম্বা, পরনে ছিল কালো প্যান্ট ও সাদা সার্ট। সে সুনামগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে। এ ব্যাপারে আবু ছালেকের পিতা মাসুক আলী কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।