ওসমানীনগরে ইউপি সদস্যের দুর্নীতি-অনিয়ম ও কটুক্তির প্রতিবাদে ওয়ার্ডবাসীর মানববন্ধন
অবিলম্বে আলকাছ আলীকে প্রত্যাহার করুন
বালাগঞ্জ উপজেলার ওসমানীনগর থানার ৯ নং দয়ামীর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য মো: আলকাছ আলীর দুর্নীতি, অনিয়ম এবং এলাকাবাসীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে গতকাল ৯ মে শুক্রবার বিকেলে ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে স্থানীয় চিন্তামনি বাজার প্রাঙ্গণে এক বিশাল মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, দুর্নীতিবাজ আলকাছ আলী এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনায় সরকার গৃহিত প্রকল্পসমূহের টাকা নিয়মিত আত্মসাত করে চলেছেন। তার এই সীমাহীন দুর্নীতির কারণে সচেতন মহল প্রতিকারে প্রশাসনের সাথে যোগাযোগ করলে তাদেরকে কটুক্তি করে। পাশাপাশি ভয়ভীতি দেখিয়ে জনসাধারণকে হয়রানি করে আসছে। নারী নির্যাতন মামলার আসামী হিসেবে দীর্ঘদিন কারাবরণ করলেও তার স্বভাবের পরিবর্তন হয়নি। সে এলাকার বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত। বক্তারা আলকাছ আলীর এসব কার্যকলাপ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ অবিলম্বে তাকে প্রত্যাহারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন চিন্তামনি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি সিদ্দেক আলী, রোটারী ক্লাব অব মিডটাউন এর প্রেসিডেন্ট শাহ জামাল আহমদ, প্রবাসী মানিক আহমদ, বিশিষ্ট মুরব্বী আওলাদ আলী, রজব আলী, মুজাহিদ আলী, নিম্বর আলী, আওয়ামীলীগ নেতা আমীর আলী, বিএনপি নেতা শাহ কামাল আহমদ, জাতীয় পার্টির নেতা মোশাহিদ আলী, মর্তুজ আলী, সমাজসেবক আবুল কালাম, তমজিদ আলী, ভিলেজ ডেভলাপমেন্ট ফোরামের সহ-সভাপতি শাহ নূর আলী মামুন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নকশী বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান তাইজুল ইসলাম ফয়েজ, সমাজসেবী মাহতাব আলী, জালাল আহমদ, সাইদুর রহমান, মতছির আলী, আলাউদ্দিন, ফজলু খান, বাশনী, আনোয়ার হোসেন, রুহেল, মোস্তফা, খোকন খান, সুমন মিয়া, সাদিক আহমদ, আব্দুল আজিজ, ইকবাল আহমদ, আব্দুস সাত্তার সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি