সব স্থল ও বিমানবন্দরে রেড এলার্ট
সুরমা টাইমস রিপোর্টঃ বাধ্যতামূলক অবসরে পাঠানো র্যাবের তিন কর্মকর্তা যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন সে লক্ষ্যে দেশের সব স্থল ও বিমানবন্দরে রেড এলার্ট জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়।
বৃহস্পতিবার বিকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান সচিবালয়ে তার দপ্তরে সাংবাদিকদের একথা বলেন।
তিনি আরও বলেন, বন্দর কর্তৃপক্ষ যেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে সে লক্ষ্যে নারায়ণগঞ্জে সাত খুনে জড়িত সন্দেহভাজনদের তালিকাও তাদের কাছে পাঠানো হয়েছে। কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত খুনের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে গত মঙ্গলবার র্যাব-১১ এর সাবেক সিও তারেক সাঈদ এবং অপর দুই কর্মকর্তা মেজর আরিফ ও লে. কমান্ডার রানাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।