ছাত্রী লাঞ্ছনাকারী এসআই রতন কারাগারে

2ডেস্ক রিপোর্ট :: রাজধানীর শ্যামলী এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে লাঞ্ছনার অভিযোগে করা মামলায় আদাবর থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমার হালদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ এসআই রতন কুমার হালদার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সালেহ উদ্দীন তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৩১শে জানুয়ারি মোহাম্মদপুরের শিয়া মসজিদের কাছে এসআই রতন কুমার হালদার  বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে  হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। পরদিন ওই ছাত্রী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশি মামলা করেন। তখন আদালত মামলা আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ  দেন। ১৬ই ফেব্রুয়ারি এসআই রতনের বিরুদ্ধে  গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।