মুজিবুর রহমান মুজিবকে অপহরণের প্রতিবাদে দিরাইয়ে বিক্ষোভ মিছিল
জুবের সরদার দিগন্ত, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আলহাজ মুজিবুর রহমান মুজিবকে অপহরণের প্রতিবাদে দিরাই বিএনপি ও অঙ্গ-সংগঠন বিক্ষোভ মিছিল করে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিএনপির কার্যালয়ের সামন থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বর্তমান অবৈধ সরকার ক্ষমতাকে স্থায়ী করতে সারা দেশে বিরোধীদলের নেতাকর্মীদের গুম ও খুনের রাজত্ব্য কায়েম করছে। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা গাড়ি চালকসহ নিখোঁজ হন। তারা অবিলম্ভে তাকে জীবিত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে বলেন, আমাদের দাবি না মানলে আমরা বাধ্য হয়ে আগামীতে জনসাধারণকে সাথে নিয়ে হরতাল, অবরোধের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক কামরুজ্জামান, পৌর সভাপতি আব্দুর রশিদ চৌধুরী, যুবদল উপজেলা সাধারণ সম্পাদক ফারুক সরদার, উপজেলা ছাত্রদল সভাপতি শাহ-আলম, উপজেলা সাধারণ সম্পাদক জুনেদ আহমাদ প্রমুখ।
উল্লেখ্য, গত ৪ মে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ শহরের শহীদ মিনারে গণঅনশন কর্মসূচি পালন শেষে বিকেলে সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা ও যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আলহাজ মুজিবুর রহমান মুজিব ও তার গাড়ি চালক রেজাউল করিম সোহেল নিখোঁজ হন।