ব্রুকলীনে চট্টগ্রাম সমিতির রজত জয়ন্তি ও পথমেলা ১ জুন

IMG_9217হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:ব্রুকলীনে চট্টগ্রাম সমিতির রজত জয়ন্তি ও পথমেলা ১ জুন, নিউইয়র্ক ঐতিহ্যবাহী চট্টগ্রাম সমিতি ইউএসএ প্রতিষ্ঠার রজত জয়ন্তি উৎসব ও বৈশাখী পথমেলা অনুষ্ঠান আয়োজন করছে সংগঠনটি। আগামী ১ জুন ব্ুকলীনের চার্চ-ম্যাগডোনাল্ড এভিনিউর বিশাল পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানমালার মধ্যে থাকবে গুণীজন সম্বর্ধনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের বাক ডায়মন্ড খ্যাত জনপ্রিয় শিল্পী বেবী নাজনীন সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। অনুষ্ঠানটি সফল করতে আয়োজকদের পক্ষ থেকে সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। সিটির জ্যাকসন হাইটস্থ ফুডকোর্ট মিলনায়তনে গত ২৭ এপ্রিল রোববার সন্ধ্যায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে চট্টগ্রাম সমিতির নেতৃবৃন্দ উপরোক্ত তথ্য জানান। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রজত জয়šতী উৎসব ও বৈশাখী পথমেলা উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আবু তাহের। সাংবাদিক সম্মেলনে সঙ্গীত শিল্পী বেবী নজনীন ছাড়াও সমিতির সভাপতি কাজী আজম, উপদেষ্টা মোহাম্মদ এনাম ও লোকমান হোসেন পাশা, সাবেক উপদেষ্টা শামসুল আলম, নির্বাচন কমিশনার এডভোকেট নিজাম, সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ জাফর, সহ সভাপতি তারিকুল হায়দার চৌধুরী ও আব্দুল হাই জিয়া, সাধারণ সম্পাদক মেহবুবুর রহমান বাদল, রজত জয়ন্তি উৎসব ও বৈশাখী পথমেলা উদযাপন কমিটির সদস্য সচিব মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী, প্রকাশনা সম্পাদক এম এ লতিফ, সাংস্কৃতিক সম্পাদক শাহাবুদ্দিন চৌধুরী লিটন, ক্রীড়া সম্পাদক আশরাফ আলী, কার্যকরী পষিদের সদস্য মোহাম্মদ শফিক সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ জানান, অনুষ্ঠানটি আয়োজনে সকল মহলের ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। পথমেলায় স্টল প্রদানের জন্য ‘আগে আসলে আগে বরাদ্দ পাবেন’ নীতি অনুসরণ করা হচ্ছে। নেতৃবৃন্দ বলেন, একতা ও সংঘবদ্ধতার চেতনায় আমরা অগ্রসর হতে চাই। সেই সাথে চট্টগ্রাম সমিতির মাধ্যমে শুধু জনহিতকর কর্মকান্ড নয়, এসব কর্মকান্ড আরো সম্প্রসারিত করতে চাই। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কাজী আজম বলেন, আমরা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই মেলা আয়োজনের প্রস্তুতি নিয়েছি। চট্টগ্রাম সমিতি একটি আঞ্চলিক ও সামাজিক সংগঠন, কোন ব্যবসায়ী সংগঠন নয়। আমাদের প্রধান দায়িত্ব সমাজসেবা আর কম্যুনিটিকে বিনোদন দেয়া। আমাদের সাথে কারো কোন বিরোধও নেই। এই মেলা থেকে অর্জিত অর্থ সামাজিক কর্মকান্ডে ব্যয় করা হবে। সিএমবিবিএ ব্যবসায়ীদে’র সংগঠন। ৮ জুন একই স্থানে সিএমবিবিএ’র মেলা হবে বাণিজ্যিক ভিত্তিক।