গোয়াইনঘাটে জনতার হাতে ৪ অপহরণকারী আটক
গোয়াইনঘাট প্রতিনিধিঃ গোয়াইনঘাট থানায় জনতার হাতে ৪ (চার) অপহরণকারী আটক। এ ব্যাপারে অপহরণকারী ভাই শুকুর আলী বাদী হয়ে ০৪ (চার) জনের নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায় ৬ নং ফতেপুর ইউনিয়নে মৃত হাজী নাদন মিয়ার ছেলে আব্দুর রহমান প্রতিদিনের মত ফতেপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে রাস্তাতে দাঁড়ালে হঠাৎ করে একটি সি.এন.জি অটোরিক্সা যাহার নাম্বার সিলেট-থ-১২-৮৮১৬ গাড়ী থেকে নেমে ০৪ (চার) যুবক দেশীয় অস্ত্রের মুখে মারপিট করে গাড়ীতে তোলে অজানার উদ্দেশ্যে রওয়ানা দিলে মোবাইল ফোনে ঘটনাটি বাংলাবাজার লোকজনে জানাজানি হলে রাস্তায় গাছ ফেলে বেরিকেট দিয়ে সি.এন.জি সহ ০৪ (চার) অপহরণকারীকে জনতা আটক করে। মারাত্মক আহত অবস্থায় আব্দুর রহমানকে তাদের হাত থেকে উদ্ধার করে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়া হয়। খবর পেয়ে ৬ নং ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান তার সদস্যদের নিয়ে জনতার কবল থেকে উদ্ধার করে গোয়াইনঘাট থানায খবর দিলে গোয়াইনঘাট থানার এস.আই আবু বক্কর সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হযে অপহরণকারীদের থানায় নিয়ে আসেন। অপহরণকারীরা হলো (১) মোঃ শামীম আহমদ (২৬), পিতা-আজগর আলী, সাং-চিকনাগুল পানিছড়া, থানা-জৈন্তাপুর, (২) সঞ্চয় দেব (১৯), পিতা-পিয়াল দেব, সাং-লালাবাজার, থানা-দক্ষিণ সুরমা, (৩) হিরন দেব (২২), পিতা-নিকাই দেব, সাং-বরইকান্দি, থানা-বিশ্বনাথ, (৪) আশিক আলী (২২), পিতা-আনোয়ার আলী, সাং-আলাকুল, থানা-বালাগঞ্জ, জেলা-সিলেট।