লুটপাট হচ্ছে বিছনাকান্দি পাথর কোয়ারী খাস কালেকশনের টাকা

Jaflongসুরমা টাইমস ডেস্কঃ আইনের মারপ্যাচে ফেলে বিছনাকান্দি পাথর কোয়ারী থেকে বছরে কোটি কোটি টাকা রাজস্ব আত্মসাৎ করা হচ্ছে। খাস কলেকশনের নামে খোদ প্রশাসনের কর্তাব্যক্তিরা এই টাকা লুটপাট করছে। এ ব্যাপারে গোয়াইনঘাটের কুনকরি গ্রামের নিজাম উদ্দিন সাইস্থা সহ এলকার আরো কয়েকজন বাদী হয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব বরাবর স্মারকলিপি পেশ করেছেন। প্রয়োজনীয় প্রতিকার চেয়ে অনুলিপি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, পাথরের উৎস্য স্থল থেকে নদী ও সড়ক পথে খনিজ সম্পদ কেরিং করা হয়। সড়ক পথে পীরের বাজার পয়েন্টে ট্রাক থেকে দৈনিক প্রায় ১ লক্ষ টাকা, বর্ষাকালে লামারবাজার নদীর পয়েন্টে ৪ লক্ষ টাকা, টেকনাগুল পয়েন্টে ৫০ হাজার টাকা এবং মনুরতল পয়েন্টে ৫০ হাজার টাকা তহশিল অফিসের লোকেরা বিনা রসিদে এমনকি ভুয়া রসিদে আদায় করছে। বর্ষাকালে প্রতিদিন প্রায় ৬ লক্ষ টাকা খাস কালেকশন হয়। উপজেলা নির্বাহী অফিসার সালাহ উদ্দিন এসি ল্যান্ড আশরাফ আহমদ রাসেল তহশিলদার সুব্রত, শরিফ উদ্দিন এমএলএসএস মিন্টু দাস, উস্তার আলী এবং জনৈক সাদেক আহমদ টাকা কালেকশন করেন বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়। বস্তা ভর্তি টাকা এনে প্রতিদিন বিকেলে ভাগ বাটোয়ারা করা হয়। তথ্যানুসন্ধানে জানা যায় সোনালী ব্যাংকে দৈনিক ৫০/ ৬০ হাজার টাকা জমা দিয়ে অবশিষ্ট টাকা উদরস্ত করা হয়। অবৈধ টাকার গোপনীয়তা ফাস হয়ে যাওয়ার ভয়ে ইতোপূর্বে আতিক সহ ৫/৬ জনকে কালেকশন সেন্টার থেকে বের করা দেয়া হয়েছে। এ ব্যাপারে জরুরী ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানানো হয়েছে।