নয়াসড়কে ছিনতাইর ঘটনায় আটক ৫
সুরমা টাইমস রিপোর্টঃ সিলেট নগরীর নয়াসড়ক মানিকপীর রোডে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাইর ঘটনায় ৫ জনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। বুধবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তবে ছিনতাইর শিকার সাবেক সিলেট পৌরসভার কমিশনার কামাল আহমদ রাত ১২টা পর্যন্ত থানায় কোন মামলা করেননি।
সিলেট কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান জানান- ছিনতাইর ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। তারা নগরীর চিহ্নিত সন্ত্রাসী। তবে ছিনতাইর ঘটনায় রাত ১২টা পর্যন্ত টাকার মালিক থানায় মামলা করেননি। আটক ছিনতাইকারীদের নাম জানাতে পারেননি ওসি। প্রসঙ্গত, বুধবার বেলা ১টার দিকে নয়াসড়কস্থ স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক থেকে ৯ লাখ টাকা তুলে বাসায় ফিরছিলেন সাবেক সিলেট পৌরসভার কমিশনার কামাল আহমদ। মানিকপীর কবরস্থানের সামনে যাওয়ার পর ৪ মোটর সাইকেলে কয়েকেজন ছিনতাইকারী এসে তার প্রাইভেট কারের গতিরোধ করে। পরে তার কাছ থেকে সাড়ে ৮ লাখ টাকা ছিনিয়ে নেয়।