গাড়িতে কালো গ্লাস ব্যবহার নিষিদ্ধ

tinted-glassসুরমা টাইমস রিপোর্টঃ মাইক্রোবাস, প্রাইভেটকার, পিকআপসহ সব ধরনের হালকা যানবাহনে কালো, রঙিন, মার্কারি ও অস্বচ্ছ গ্লাস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আগামী আগামী ১০ মে থেকে এ নির্দেশনা কার্যকর হবে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
এর আগে গতকাল মঙ্গলবার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে গঠিত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, গাড়িতে কালো গ্লাস লাগানো যাবে না এবং এর ব্যবহার বন্ধের ব্যবস্থাও নেওয়া হবে। তিনি বলেন, সন্ত্রাসীদের সব ধরনের অপতৎপরতা ঠেকাতে শিগগিরই সব মেট্রোপলিটন সিটিতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তেব্যর একদিন পরেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ নিষেধাজ্ঞার কথা জানালো।