বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনে চারটি প্যানেল জমা
বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার জন্য বুধবার কমান্ডার পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান, বাবুল আখতার, মুক্তিযোদ্ধা হোসেন আহমদ ধনু ও যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কাদির। এছাড়া ডেপুটি কমান্ডার হিসেবে নির্বাচন করবেন সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মুছব্বির, আব্দুর রহিম ও নুরুল ইসলাম টুনু, সাবেক ইউপি সদস্য আতিক উদ্দিন নির্বাচন করতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
ইতোমধ্যে নির্বাচন সুষ্টুভাবে সম্পন্ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম চৌধুরী ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের শ্রেষ্ট সন্তান। তাদের নেতা নির্বাচনে প্রশাসন সর্বাত্মক সহযোগীতা করবে। তফশিল অনুযায়ী ৪ জুন সারাদেশের ন্যায় বিয়ানীবাজারেও এ নির্বাচন অনুষ্টিত হবে।