মাধবপুরে ধান কাটা নিয়ে দুইগ্রামের সংঘর্ষ আহত ২০
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে ধান কাটাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার খড়কি ও খাটুরা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ধান খেতের পাহারাদার নান্নু মিয়া খাটুরা গ্রামের ছোয়াব মিয়ার খেতে পাহারার ধান আনতে গেলে এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সকাল ১০টার দিকে খড়কি ও খাটুরা গ্রামের শত শত লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।
এর মধ্যে লুৎফুর আহম্মেদ (৪০), নান্নু মিয়া (৫৫), ইসমাইল (১০), রেনু মিয়া (৪০), নুর আহমেদ (৪০), বিল¬াল মিয়া (৩৫), রমজান মিয়া (২৫), মিজান (২৯), ফরাশ উদ্দিন (৩০), বেনু (২৮), তাহের মিয়া (৩৫), জানু মিয়া (২৮), ওয়াসি বক্স (৩০)কে মাধবপুর ও ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতলে চিকিৎসা দেওয়া হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেদ সত্যতা স্বীকার বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।