ফের আলিঙ্গনে কারিনা-শাহিদ !
সুরমা টাইমস বিনোদনঃ একেই বলে মায়ানগরীর মায়া। মায়াজালে পরে কখন যে কার কি হয়, তা বলা বড্ড কঠিন। ঠিক যেন সিনে পর্দার চিত্রনাট্যর মতোই। কাভি খুশি আর কাভি গাম টাইপ। তবে গপ্পোটা একেবারেই সিনেপর্দার বাইরে। গোটাটাই রিয়েল স্টোরি। কারিনা-শাহিদের রিয়েল লাইফ প্রেম ছিল একসময়ের বলিউডের মুখরোচক কাব্য। তবে ব্রেকআপের পড়ে দু’জনেই দু’জনকে চলতেন এড়িয়ে। এমনকি ফিল্মি পার্টিতে দেখা হলেও, মিডিয়ার সামনেই একে অপরকে অবহেলা করতে পিছুপা হতেন না শাহিদ কারিনা। তবে সুদূর মার্কিনে ঘটল এক নতুন কাব্য। কারিনা-শাহিদের দীর্ঘকালীন যুদ্ধের ইতি ঘটল আইফার মঞ্চে!
গপ্পোটা হল, আইফা অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব নিয়েছিলেন শাহিদ ও ফারহান। হঠাৎই এত পুরস্কার দিতে স্টেজে উঠে শাহিদকে জড়িয়ে ধরলেন কারিনা। সাইফের সামনে কারিনার এই কাণ্ড দেখে হতবাক সব্বাই। এমনকি অবাক শাহিদ কাপুরও। কিছুক্ষণের জন্য শাহিদ তো ভ্যাবাচ্যাকাও খেয়েছিলেন। পড়ে নিজেকে সামলে নিয়ে রসিকতার মেজাজে সবার উদ্দ্যেশে শাহিদ বলে উঠলেন, ‘এটা কি ঘটল? কারিনা কি আমায় শুভেচ্ছা জানাল? কেউ কি কিছু দেখেছেন? কেউ কি কিছু শিখেছেন? প্লিজ বলুন।’ গোটা কাণ্ডটায় অবশ্য বেশ মজা পেয়েছেন কারিনা ও সাইফ দু’জনেই।