আলোচিত চাঁদাবাজি মামলা : বিশ্বনাথ বিএনপি ৩ নেতাকে অব্যাহতি
বিশ্বনাথ: ইলিয়াস আলী নিখোঁজের পর আওয়ামী লীগ নেতার দায়েরকৃত মামলা থেকে ৩ বিএনপি নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তরা হলেন-সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কলমদর আলী ও যুবদল নেতা আজাদ নুর।
জানাগেছে, ২০১২ সালে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সাবেক সভাপতি ইলিয়াস আলী নিখোঁজের ২দিন পর চাঁদাবাজি, অগ্নেয়াস্ত্র প্রদর্শন ও বিস্ফোরণ ঘটানোর অভিযোগে বিশ্বনাথ থানায় দুটি মামলা দায়ের করেন জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক বসারত আলী বাচা। মামলা দুটিতে নিখোঁজ ইলিয়াস আলীসহ উক্ত ব্যক্তিদেরকেও আসামী করা হয়। দীর্ঘ এক বছর পর ২০১৩ সালের এপ্রিল মাসে আদালতে চার্জশীট দাখিল করা হয়। চার্জশীটে ইলিয়াস আলীর নাম বাদ দেওয়া হয়। বিচারারাধিন বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত ২৮(২)২০১৩ইং মামলাটি থেকে চার্জ গঠনে উক্ত আসামীদের বিরুদ্ধে কোন উপাদান না পাওয়ায় তাদেরকে গতকাল মঙ্গলবার মামলা ধেকে অব্যাহতি দিয়েছেন সিলেট জেলা দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান।