বিবিয়ানা গ্যাস ফিল্ডে শেভরনের সেমিনার : ঘরে ঘরে গ্যাস ও স্থানীয়দের চাকুরীর দাবী
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ডের দায়িত্বে নিয়োজিত শেভরন বাংলাদেশের উদ্যোগে গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার আউশকান্দি রহমান কমিউনিটি সেন্টারে “শেভরন বাংলাদেশ উন্নয়নে সহযোগী” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিসহ কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। উক্ত সেমিনারে বক্তারা দাবি তুলেছেন নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাস চাই, যোগ্যতার ভিত্তিতে চাকুরী চাই,নবীগঞ্জে এশিয়ার সর্ব বৃহত্তম গ্যাস ক্ষেত্র হওয়া সত্বেও চাহিদার তুলনায় অনেক কম উন্নয়রন হচ্ছে। শেভরন আশানুরুপ উন্নয়ন করতে পারেনি। যা করেছে তার চেয়ে প্রচার হয়েছে বেশি। শেভরনের মেধা বৃত্তিতে স্বজন প্রীতির অভিযোগ রয়েছে। জমির ন্যায্য মূল্য পেলেও এখনো অনেক জমির ন্যয্য মূল্য পাননি। তাদের জমির ন্যয্য মূল্য বুঝিয়ে দিতে হবে। শেভরনের কার্যক্রম ৩টি ইউনিয়নে সীমাবদ্ধ না রেখে সারা উপজেলায় ছড়িয়ে দিতে হবে। শেভরনের যেসব উন্নয়ন সহযোগি কাজে জনপ্রতিনিধিদের সহযোগীতা নিচ্ছে শেভরনও তাদেরকে সহযোগীতা করতে হবে। বিবিয়ানার কার্যক্রম কোন সিন্ডিকেটের হাতে তুলে না দিয়ে শেভরনের সকল ভেন্ডরকে সমতার ভিত্তিতে কাজ দিতে হবে। স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিতে চাকুরীর নিশ্চয়তা দিতে হবে। নবীগঞ্জে শেভরনের কার্যক্রমের অনেক প্রশংসা অর্জন করলেও অনেক স্থানে তাদের কার্যক্রম নেই। ঢাকা-সিলেট মহাসড়কে কিবরিয়া স্কয়ারে বিবিয়ানা গ্যাস ফিল্ডের প্রতিক সহ একটি স্মৃতি পলক নির্মাণের দাবী তুলা হয়। বিবিয়ানা গ্যাস ফিল্ডের এ্যাংগেজমেন্ট ম্যানেজার মলয় সরকারের সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর এ্যাংগেজমেন্ট ইমাম হাসানের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ বাহুবল এলাকার সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু। এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, প্রয়াত সাংসদ ফরিদগাজীর পুত্র আওয়ামীলীগের নেতা শাহ নেওয়াজ গাজী মিলাদ। এছাড়া সেমিনারে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আশরাফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম নূরুল ইসলাম খেজুর, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী,সাবেক সাধারণ সম্পাদক এম.এ আহমদ আজাদ, ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, ছালিক মিয়া, ও প্রভাষক আলাউর রহমান, সাবেক চেয়ারম্যান খালেদ আহদে পাঠান, শেভরন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, বিবিয়ানা গ্যাস ফিল্ডে সুপারেনডেন্ট অফিসার জন রোসম, পরিচালক এক্সটার্নাল এ্যফায়ার্স নাছের আহমেদ, ম্যানাজার এক্সটার্নেল অফিসার ওবায়দুল্লাহ আল এজাজ, ম্যানাজার ফিল্ড কমিউনিটি এ্যাংগেজমেন্ট অফিসার জুলফিকার আহমদ চৌধুরী, এ্যাংগেজমেন্ট সিনিয়র কো-অর্ডিনেটর মুরাদ আহমেদ, কামরুজ্জামান রিপন, কমিউনিটি রিলেশন মিডিয়া অফিসার বদরুদ্দুজা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই সেমিনারে স্বাগত বক্তব্য পরিচালক এক্সটার্নাল এ্যাফেয়ার্স নাছের আহমেদ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মাও. আব্দুন নূর। বক্তব্য রাখেন শেভরনের সুবিধাভোগীদের মধ্যে ক্বারী নূরুল ইসলাম, শেভরন বৃত্তিপ্রাপ্ত নবম শ্রেণী ছাত্রী ফাতেমা ইসলাম তানিয়া, আলীম উদ্দিন, ডলি রাণী প্রমুখ। সেমিনার শুরু পূর্বে সকাল সাড়ে ৮টায় হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবুর নেতৃত্বে ৮ সদস্যের এক প্রতিনিধি দল বিবিয়ানা গ্যাস ফিল্ড পরিদর্শন শেষে সেখানে এক সংক্ষিপ্ত মত বিনিময় অনুষ্ঠিত হয়। ঐ মত বিনিময় সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডা: শাহ আবুল খয়ের, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এমএ আহমদ আজাদ, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এমরান মিয়া, উপজেলা যুব সংহতির সভাপতি সরওয়ার শিকদার, উপজেলা ছাত্র সমাজের সভাপতি আব্দুল মতিন চৌধুরী, যুবলীগ নেতা আব্দুল বাছিত চৌধুরী প্রমুখ।