নবীগঞ্জে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি ঘরবাড়ী লন্ডভন্ড
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ
নবীগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া গতকাল রবিবার দিবাগত রাত ১২ টায় কাল বৈশাখী ঝড়ে উপজেলা সদরসহ বিভিন্ন গ্রামের প্রায় ৫ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অনেক বাড়ীঘরের চালের টির উড়ে গেছে। ফলে খোলা আকাশের নীচে অনেককে রাত্রি যাপন করতে হয়েছে। অনেক গাছ পালা উপড়ে পড়ে ও লন্ডভন্ড হয়ে পড়েছে। শহরের বেশ কিছু দোকান পাঠের উপরের টিন উপড়ে যাওয়ায় অনেক টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে। গত রবিবার রাতে কাল বৈশাখী ঝড়ের ফলে কয়েক ঘন্টা বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন ছিল। নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ জে,কে হাইস্কুল মার্কেটের একতা এন্টার প্রাইজের ঘরের টিন উপড়ে পড়ায় প্রায় ৫শ বস্তা চাল ভিজে কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দোকান মালিক বিভু আর্চায্য জানিয়েছেন। এছাড়া গত শনিবার দুপুরে অবিরাম শিলা বৃষ্টিতে মাকালকান্দির হাওড়,মকার হাওড়,জোয়ালভাঙ্গার হাওড়সহ বিভিন্ন বোরো ধানের জমির পাকা ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।