মৌলভীবাজারে ছাত্রদলের ২ নেতা কারাগারে
মৌলভীবাজার প্রতিনিধি, নুরুল ইসলাম শেফুল, ২৮ এপ্রিল:
মৌলভীবাজার পৌর ছাত্রদল কর্মী মিলাদুর রহমান হত্যা মামলায় জেলা ছাত্রদলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
সোমবার দুপুর ১২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার আলী এ নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন উজ্জ্বল ও যুগ্ম আহ্বায়ক সরাওয়ার মজুমদার ইমন দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক এসময় জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৯ ফেব্রয়ারি রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকায় মিলাদুর রহমানকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। জেলা ছাত্রদলের ওই দুই নেতা এ ঘটনায় দায়ের করা মামলার আসামি।