পদত্যাগ করেছেন জার্গেনসেন
সুরমা টাইমস স্পোর্টসঃ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ শেন জার্গেনসেন পদত্যাগ করেছেন।সোমবার সকালে তিনি মেইল মারফত তার সিদ্ধান্তের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছেন।আর জার্গেনসেনের তরফ থেকে মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
তবে ক্রিকেট বোর্ডের গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস জানান,পদত্যাগপত্রের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি বিসিবি। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বিদেশ থেকে এলেই এ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
জার্গেনসেনের অধীনে ২০১৪ সালটি খুব বাজেভাবে শুরু করেছে টাইগাররা।ওয়ানডেতে শতভাগ হারের পাশাপাশি ৯ টি-টুয়েন্টির সাতটিতেই হারের স্বাদ পেয়েছে মুশফিকরা।অবশ্য ২০১২ সালের অক্টোবর থেকে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বে থাকা এ অস্ট্রেলিয়ানের সাফল্যও নেহাত কম নয়।তার অধীনেই টাইগাররা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল।নিউজিল্যান্ডকে ওয়ানডেতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পাশাপাশি টেস্ট সিরিজও ড্র করেছিল জার্গেনসেনের বাংলাদেশ।