জগন্নাথপুরে সামাদ আজাদের মৃত্যু বার্ষিকী পালিত
জগন্নাথপুর প্রতিনিধিঃ সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাতীয় নেতা আবদুস সামাদ আজাদের নবম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। রোববার তাঁর নিজ জন্মভূমি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আওয়ামীলীগ অঙ্গসংগঠন সমূহের উদ্যোগে স্মরনসভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুমের গ্রামের বাড়ি ভূরাখালি জামে মসজিমে পারিবারিকভাবে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দুপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্য্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় স্মরন সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, যুক্তরাজ্য আওয়ামীলীগ সহ-সভাপতি হরমুজ আলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুক্তাদীর আহমদ মুক্তা, আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, পৌর আওয়ামীলীগ নেতা ছাদেকুর রহমান ছাদেক, আওয়ামীলীগ নেতা তৌরিছ আলী মাষ্টার, দ্বিপক দে দীপাল, সুন্দর আলী, ইছরাইল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্র নেতা ওমর মেহেদী রুনু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আলী,মহানগর যুবলীগ নেতা হোসাইন আহমদ রাজন,যুবলীগ নেতা মনজুর আহমদ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন জুয়েল, জেলা ছাত্রলীগ সদস্য মেহবুব হোসেন, বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি হুমায়ুন আহমদ, পৌর যুবলীগ নেতা মাছুম আহমদ, সিদ্দিকুর রহমান পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাফরোজ হোসেন মুন্না, ছাত্রলীগ নেতা এমদাদুর রহমান সুমন প্রমুখ। অপর দিকে বিবাদমান আওয়ামীলীগের অপর নেতাকর্মীরা পৃথমভাবে আব্দুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি হারুন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমানের পরিচালনায় স্মরন সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার, আওয়ামীলীগ নেতা জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, পৌর আওয়ামীলীগের সদস্য সচিব প্যানেল মেয়র আবাব মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসাইন, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ছালিক আহমদ ডন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক রোমেন আহমদ, জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা আজিজুল হক সুমন প্রমুখ।