আন্তর্জাতিক হিফ্জুল কুরআন প্রতিযোগিতা আল কুরআনের আলো, সিলেট বিভাগীয় অডিশন সম্পন্ন
আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা আল কুরআনের আলো অডিশন, আসন্ন পবিত্র রমজানে ইফতারের পূর্বে ঘন্টাব্যাপী মাছ রাঙ্গা টিভিতে প্রচারের জন্য আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগীতার বাছাই গত শুক্রবার একটানা সকাল ৯ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। পাশাপাশি মা’হাদুল ক্বিরাত সিলেট এর উদ্যোগে বিভাগীয় ক্বিরাত ও হিফজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিভাগের প্রচুর ক্বারী ও হাফিজ সাহেবান অংশগ্রহণ করেন। এ অনুষ্ঠানে প্রধান বিচারক ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারী, ঢাকা। প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হযরত মাওলানা শাহ্ নজরুল ইসলাম, সহকারী পরিচালক ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেট, হাজী মো: শাহীন, মেয়র ভৈরব পৌরসভা, আব্দুল্লাহ সোহেল (মাদানী), ইক্বরা ট্রেভেলস্ এন্ড ট্যুর হজ্জ ও উমরা পরিচালক এবং আরো অনেকে। আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগীতায় বাছাই পর্বে সিলেট বিভাগ থেকে ২য় বাছাইয়ের জন্য ১০ জন ইয়েস কার্ড ও মেডেল লাভ করেন।
ক্বিরাত বিভাগের প্রতিযোগীতায় ‘ক’ গ্র“প ১ম স্থান অধিকার করে মো: ইয়াহইয়া মা’হাদুল ক্বিরাআত, ২য় ওলিউর রহমান ওলী কাজির বাজার মাদরাসা, ৩য় জাবের আহমদ, খোজারখলা মারকাজ, ক্বিরাত ‘খ’ গ্র“পে ১ম স্থান অধিকার করে হাফিজ ক্বারী মোঃ মিছবাহুদ্দোজা, মাহাদুল ক্বিরাআত ২য় জাকারিয়া আহমদ, কাজির বাজার মাদরাসা, ৩য় হাফিজ ক্বারী বেলায়েত উল্লাহ জুড়ী, হিফজ বিভাগে ১ম মনছুরুল আম্বিয়া, মাছিমপুর মাদরাসা, ২য় ছায়েম আহমদ, ফরিদাবাদ মাদরাসা, ৩য় লুৎফুর রহমান আদনান, মাছিমপুর মাদরাসা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সভাপতি মা’হাদুল ক্বিরাআত ও সহ-সভাপতি কবির আহমদ, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্বারী মোঃ ইছহাক, প্রধান ক্বারী মা’হাদুল ক্বিরাআত, সিলেট এবং উপস্থাপনায় আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। বিজ্ঞপ্তি