সবাইকে বিশ্বাস করা যায় কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা করা যায় না : কর্নেল অলি
সুরমা টাইমস ডেস্কঃ লেবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, উপজেলা নির্বাচনের পর জনগণ টের পেয়েছে আওয়ামী লীগ কিভাবে ভোট ডাকাতি করে। সবাইকে বিশ্বাস করা যায় কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা করা যায় না। তিনি আজ রিপোটার্স ইউনিটি মিলনায়তনে গণতান্ত্রিক শ্রমিক দল আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন। কর্নেল অলি বলেন, যে কোনো স্থাপনা দাঁড়িয়ে থাকে তার ফাউন্ডেশনের উপরে, বর্তমান সরকারের তো কোনো ফাউন্ডেশন নাই। তাই সমগ্র সমাজে অস্থিরতা বিরাজ করছে।
একটি মানবাধিকার সংগঠনের প্রতিবেদন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের ৯০ শতাংশ লোক বর্তমান সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করেছে, ৯০ শতাংশ লোকের অনাস্থা নিয়ে এই অনির্বাচিত সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না।দুলাল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন মোস্তফা, যুগ্ম মহাসচিব ড. জহির, মহানগর সভাপতি এমএম খালেদ সাইফুল্লা ও গণতান্ত্রিক যুবদলের সভাপতি তমিজউদ্দীন টিটু প্রমুখ।